বামফ্রন্টের জোটের প্রস্তাব ফিরিয়ে দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু মঙ্গলবার কংগ্রেসের জেতা ৪ আসন ছেড়ে ১৩টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করে জোটের পক্ষে ইতিবাচক দৃষ্টিভঙ্গি দেখালেও তাতে সাড়া দিলেন না সোমেন মিত্র। সোমেন মিত্র এদিন বলেন, বামেদের করুণার প্রয়োজন নেই। কংগ্রেস ভিখিরি হয়ে যায়নি অর্থাৎ, আসন্ন লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বাম-কংগ্রেস জোট যে কোনওমতেই বাস্তবায়িত হচ্ছে না, তা কার্যত এদিন স্পষ্ট হয়ে গেলো।
উল্লেখ্য, কংগ্রেসের ঘোষিত ১১ কেন্দ্রের মধ্যে রায়গঞ্জ ও মুর্শিদাবাদ আসনও রয়েছে। এই দুটি আসনে ২০১৪ সালের নির্বাচনে জয়ী হয়েছিলেন বাম প্রার্থীরা। এরপর কংগ্রেসের গতবার জেতা ৪টি আসন ছেড়ে রেখে মঙ্গলবার ১৩টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করে বামফ্রন্ট। দলের চেয়ারম্যান বিমান বসু এদিন জানিয়ে দেন, কংগ্রেসের থেকে ইতিবাচক সাড়া পাওয়ার আশাতেই বামফ্রন্টের এই পদক্ষেপ। কংগ্রেসকে এ বিষয়ে উত্তর দেওয়ার জন্য আগামী ২৪ ঘণ্টা সময় দিয়েছিলেন বিমান বসু। তিনি বলেছিলেন, বুধবার বিকেল সাড়ে ৪টের মধ্যে ইতিবাচক সাড়ার অপেক্ষা করবেন তাঁরা। সাড়া না পেলে আগামী দিনে এই ৪ আসনেও প্রার্থীদের নাম ঘোষণা করবে বামফ্রন্ট।
তবে এদিন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র জানিয়ে দিলেন, কংগ্রেসের তরফ থেকে আর সাড়া দেওয়ার প্রশ্নই নেই। জোট হচ্ছে না।
Be the first to comment