সোমবারই তৃণমূল কংগ্রেসে যোগদান করেলন মালদহ উত্তরের কংগ্রেস সাংসদ মৌসম বেনজির নূর। এদিন নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও মন্ত্রী শুভেন্দু অধিকারীর পাশে দাঁড়িয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মৌসম নূর জানান, আজ আমি তৃণমূল কংগ্রেসে যোগদান করেছি। মালদহ থেকে আরও অনেকে দিদির (মমতা বন্দ্যোপাধ্যায়ের) প্রতি বিশ্বাস রেখে তৃণমূল কংগ্রেসে যোগদান করবেন। মালদহের উন্নয়নের জন্য আমি দিদির পাশে থেকে কাজ করতে চাই। আর তাঁর দলের সাংসদের তৃণমূল কংগ্রেসে যোগদান প্রসঙ্গে মুখ খুললেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। লোকসভা নির্বাচনের আগে এটা যে কংগ্রেসের কাছে একটা বড় ধাক্কা তা নিজের মুখে স্বীকার না করলেও তিনি নিজেও জানেন তাঁদের দলের এক গুরুত্বপূর্ণ অস্ত্র বিরোধী দলে যোগদান করলেন।
এদিন এক প্রেস বিবৃতিতে সোমেন মিত্র জানান, আসন্ন লোকসভা নির্বাচনে তৃণমূলের সঙ্গে ভারতীয় জাতীয় কংগ্রেসের কোনওরকম নির্বাচনী সমঝোতা ও জোট হচ্ছে না, আর এটা বুঝতে পেরেই মৌসম বেনজির নূর দলত্যাগ করেছেন। মৌসম নূরকে দলত্যাগ না করার জন্য রাজ্য কংগ্রেস এবং সর্বভারতীয় কংগ্রেসের উচ্চ নেতৃত্ব বারবার অনুরোধ করেছিলেন, কিন্তু তিনি জানিয়েছিলেন যে তিনি দলত্যাগ করছেন না।
তবে বাস্তবে তিনি দলীয় নেতৃত্বের সঙ্গে এবং দলের কর্মীদের সঙ্গে চরম বিশ্বাসঘাতকতা করলেন। তবে ভাঙলেও সোমেনবাবু যে মচকে যাওয়ার পাত্র নন তা তিনি বুঝিয়ে দেন। তিনি বলেন, মৌসম নূর দলত্যাগ করায় মালদহে ভারতীয় জাতীয় কংগ্রেসের কোনো রাজনৈতিক ক্ষতি হবে না।
Be the first to comment