পানিহাটি পুরসভার চেয়ারম্যান হিসেবে শপথ নিয়েই ‘মাঠ সরকার দেখছে’ বললেন সোমনাথ দে

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- পানিহাটি পুরসভার চেয়ারম্যান হিসেবে শুক্রবার শপথ নিলেন সোমনাথ দে। তিনি ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার। ২০২০-২০২২ পর্যন্ত পানিহাটি পুরসভার ভাইস চেয়ারপার্সনও ছিলেন সোমনাথ। এদিন বোর্ড অব কাউন্সিলারদের মিটিং হয়। সেখানে ৩৫ জনের মধ্যে উপস্থিত ৩২ জন কাউন্সিলারের সমর্থনেই সোমনাথ দে চেয়ারম্যান হিসেবে মনোনীত হন। তবে প্রাক্তন চেয়ারম্যান মলয় রায় ওই মিটিং এ উপস্থিত ছিলেন না। তিনি অসুস্থ থাকায় আসতে পারেননি বলে জানিয়েছেন নব নির্বাচিত চেয়ারম্যান।

এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সোমনাথ বলেন, ‘মানুষকে উন্নততর পরিষেবা দেওয়াই আমার প্রথম কাজ হবে। বিরোধীদের কথার এখন কোনও উত্তর দেব না। আগে কাজ করব।’ যে অমরাবতী মাঠ নিয়ে এত বিতর্ক সেই প্রসঙ্গে তিনি বলেন, ‘গোটা বিষয়টি রাজ্য সরকার দেখছে। সরকারি ভাবে মাঠ অধিগ্রহণ হচ্ছে।’
প্রসঙ্গত, পানিহাটির ৮৫ বিঘার অমরাবতী মাঠ বিক্রি করায় বিতর্ক তৈরি হয়। তাতেই তীব্র ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি মাঠটিকে সরকারিভাবে অধিগ্রহণের উদ্যোগ নেওয়ার নির্দেশ দেন। আর পানিহাটির পুরপ্রধান মলয় রায়কে পদত্যাগ করার নির্দেশ দেন। এরপরই পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম দু’দফায় মলয় রায়কে ফোন করে সেই নির্দেশ জানান। পুরমন্ত্রীর ফোন পেয়ে তাঁর চেতলার বাড়িতে ছুটে যান মলয় রায়। আর ১২ মার্চ দুই প্রতিনিধির মাধ্যমে এসডিও’‌র কাছে পদত্যাগপত্র জমা দেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*