
রোজদিন ডেস্ক, কলকাতা:- বড় বিপাকে পড়লেন পার্থ চট্টোপাধ্যায়। এবার তার বিরুদ্ধে নিয়োগ দুর্নীতি মামলায় রাজসাক্ষী হতে আর্জি জানালেন তারই জামাই কল্যাণময় ভট্টাচার্য। সম্প্রতি এই আর্জি জানিয়ে ইডির বিশেষ আদালতে আবেদন করেন তিনি। ইতিমধ্যেই সেই আবেদন মঞ্জুর করা হয়েছে। তবে রাজসাক্ষী হতে চাওয়ার পাশাপাশি তার যাবতীয় অপরাধ ক্ষমা করে দেওয়ার আর্জিও জানিয়েছেন জামাই কল্যাণময়। সূত্রের দাবি, বিশেষ আদালতে গোপন জবানবন্দি দিতে সন্মতিও জানিয়েছেন কল্যাণময়।
নিয়োগ দুর্নীতি মামলায় ইতিমধ্যেই পঞ্চম চার্জশিট জমা পড়েছে। কল্যাণময় ভট্টাচার্যকে এই চার্জশিটে অন্যতম অভিযুক্ত হিসেবে উল্লেখ করা হয়েছে। তিনিই জেরায় জানিয়েছিলেন কিভাবে বিভিন্ন লোকজনকে নগদে টাকা দিতে পার্থ চট্টোপাধ্যায়। সেই টাকাই তাঁর স্ত্রী-র নামে তৈরি ট্রাস্টে ফেরত আসত। এই ভাবেই কালো টাকা সাদা করা হত। পার্থর স্ত্রীর বাবলি চ্যাটার্জির নামে তৈরি করা হয়েছিল বাবলি চ্যাটার্জি মেমোরিয়াল ট্রাস্ট। প্রাথমিকভাবে পশু চিকিৎসালয় তৈরির জন্য এই ট্রাস্ট তৈরি করা হলেও উদ্দেশ্য ছিল অন্য। সেই ট্রাস্টের অন্যতম ট্রাস্টি ছিলেন পার্থর জামাই কল্যাণময়। তিনি জানিয়েছেন ট্রাস্টে কোটি কোটি টাকা ডোনেশন জমা পড়ত। আসলে যারা পার্থর কাছ থেকে নগদে টাকা নিয়ে যেত তারাই চেকের মাধ্যমে সেই টাকা ডোনেশন হিসেবে ট্রাস্টে জমা দিত। তদন্তকারীরা মনে করছেন কল্যাণময় রাজসাক্ষী হলে বড় বিপদে পড়তে চলেছেন পার্থ চট্টোপাধ্যায়। সেক্ষেত্রে তাঁর জেল মুক্তির সম্ভাবনা আরও কমল বলে মনে করা হচ্ছে।
Be the first to comment