অভিযোগ-পাল্টা অভিযোগে কার্যত সরগরম কর্ণাটকের নির্বাচনী প্রচার

Spread the love

মঙ্গলবার কর্নাটকে ভোটের প্রচারে এসে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন সোনিয়া গান্ধী। এদিন ইউপিএ-র চেয়ারপার্সন অভিযোগ করেন, কর্নাটকে সিদ্দারামাইয়ার নেতৃত্বাধীন কংগ্রেস সরকারের সঙ্গে দ্বিচারিতা করেছে বিজেপি। পাশাপাশি তিনি কটাক্ষ করতেও ছাড়েননি মোদীর সবকা সাথ সবকা বিকাশ স্লোগানকে। প্রসঙ্গত, ভোটের প্রচারে এসে সিদ্দারামাইয়া সরকারের বিরুদ্ধে লাগাতার দুর্নীতির অভিযোগ তুলছেন নরেন্দ্র মোদী। এই প্রেক্ষিতেই এদিন সোনিয়া বিজেপিকে পাল্টা প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলেন, কংগ্রেসের  দুর্নীতি নিয়ে এতই যখন অভিযোগ, তাহলে আজ পর্যন্ত লোকপাল কেন গঠন হল না?

এদিন সোনিয়া আরও বলেন, মোদী একজন সুবক্তা এবং একেবারে অভিনেতার মতো কথা বলেন। কিন্তু, তাতে মানুষকে ভুল বোঝানো সম্ভব নয়। তিনি বলেন, কর্নাটক সরকারের বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণ করছে কংগ্রেস। এটাই কি সবকা সাথ, সবকা বিকাশের উদাহরণ?

অন্যদিকে এদিন কংগ্রেসের বিরুদ্ধে বিভাজনের নীতির অভিযোগ তুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দাবি, আসন্ন বিধানসভা নির্বাচনে ক্ষমতা থেকে কর্নাটকের শাসক দলকে উৎখাত করবে সাধারন মানুষ। উল্লেখ্য, মঙ্গলবার বিজাপুর জেলায় ভোটপ্রচারে গিয়ে আবারও সিদ্দারামাইয়া সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলেন মোদী। নমো বলেন কর্নাটকে এমন কোনও মন্ত্রী নেই যাঁর বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ ওঠেনি। পাশাপাশি এদিন মোদী এও মনে করিয়ে দেন যে, কংগ্রেস বিভাজনের নীতিতে বিশ্বাস করে। তারা ধর্ম ও বর্ণের ভিত্তিতে বিভাজন করে। দুই ভাইয়ের মধ্যে লড়াই করায়। কিন্তু, বাসবেশ্বরের এই ভূমির মানুষ তা কিছুতেই হতে দেবে না।

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*