নেতাজি ইন্ডোরে তৃণমূলের সভার শুরুতেই অসুস্থ হয়ে পড়লেন সোনালী গুহ। সভা শুরুর কিছুক্ষণের মধ্যেই অসুস্থ হয়ে পড়েন সোনালী। হঠাৎই অজ্ঞান হয়ে যান ওই তৃণমূলনেত্রী। সোনালীকে অজ্ঞান হতে দেখে ছুটে যান অন্যরা। মুহুর্তে শোরগোল পড়ে যায়। পরে তাঁকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের বাইরে নিয়ে যাওয়া হয়। তড়িঘড়ি তাঁর চিকিৎসার ব্যবস্থা করা হয়।
আসন্ন পুরসভা নির্বাচনের আগে দলের রণকৌশল নির্ধারণে সোমবার নেতাজি ইন্ডোরে তৃণমূলের বৈঠক। পুরভোটকে সামনে রেখে দলের নতুন প্রচার কর্মসূচি ঘোষণা করবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রাজ্যের শাসকদলের বৈঠক আয়োজনের দায়িত্বে ভোটকুশলী প্রশান্ত কিশোরের টিম।
এদিন নির্ধারিত সময়েই সভাস্থলে হাজির হন তৃণমূল বিধায়ক সোনালী গুহ। হঠাৎই অসুস্থ বোধ করেন সোনালী। মুহূর্তের মধ্যেই জ্ঞান হারিয়ে ফেলেন ওই তৃণমূলনেত্রী। কাছেই থাকা অন্য তৃণমূল নেতা-নেত্রীরা তাঁকে সাহায্যে এগিয়ে আসেন। তড়িঘড়ি সোনালী গুহুর চিকিৎসার ব্যবস্থা করা হয়।
একুশের বিধানসভা ভোটের আগে তৃণমূলের অ্যাসিড টেস্ট আসন্ন পুরভোট। রাজ্যের সব পুরসভায় জিততে মরিয়া শাসক শিবির। পুরভোটের আগে কী হবে দলের কৌশল, কোন পথ ধরলে সহজেই বাজিমাত করা যাবে, সেব্যাপারেই সোমবার দলীয় নেতা-কর্মীদের বার্তা দেবেন তৃণমূল সুপ্রিমো। নেত্রীর দেওয়া ভোকাল টনিক নিয়েই ভোটপ্রচারে ঝাঁপিয়ে পড়বেন দলের নেতারা।
Be the first to comment