কাটমানি নেওয়ার অপরাধে অপসারণ করা হলো সোনারপুর-রাজপুর পুরসভার চেয়ারম্যান শান্তা সরকারকে

Spread the love

মাসানুর রহমান,

নজরুল মঞ্চে কাউন্সিলরদের সাথে বৈঠকে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, “যাঁরা কাটমানি নিয়েছেন ফেরত দিন। কোনও চোরকে আমি দলে রাখব না।” তারপর থেকে বিক্ষোভ তো চলছে, আজ অপসারণ করা হল দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুর-রাজপুর পুরসভার ভাইস চেয়ারম্যান শান্তা সরকারকে। জানা যায় আজ শনিবার পুরবোর্ডের বৈঠকে তাঁকে ভাইস চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শান্তা ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর । জানা যায় শান্তার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জমেছিল। এত দিন কিছু করা হচ্ছিল না। কিন্তু সর্বোচ্চ নেতৃত্ব সংকেত দিতেই ব্যবস্থা নিয়েছে দলের পক্ষ থেকে। স্থানীয় লোকজন এবং তৃণমূলের একটা বড় অংশের বক্তব্য, সমস্ত সরকারি প্রকল্প থেকে কাটমানি নিতেন ভাইস চেয়ারম্যান। এক তৃণমূল নেতার কথায়, “দলের কর্মীদের সঙ্গে তাঁর সম্পর্ক আদায়-কাঁচকলায় আর কন্ট্রাক্টরদের সঙ্গে তাঁর সম্পর্ক গলায় গলায়।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*