রাজ্যে ভর্তি সমস্যার বলি সোনারপুরের এক ছাত্র

Spread the love

রাজ্যে ভর্তি সমস্যার বলি এক ছাত্র ৷ ৭৯ শতাংশ নম্বর পাওয়ার পর মেরিট লিস্টে নাম থাকা সত্ত্বেও কোথাও ভর্তি হতে না পারায় আত্মঘাতী সোনারপুর থানা এলাকার বোড়ালের বাসিন্দা অম্লান সরকার৷ এবারই উচ্চমাধ্যমিক পরীক্ষায় সাফল্যের সঙ্গে বিজ্ঞান বিভাগ থেকে পাশ করেছিল সে ৷ বোড়াল হাইস্কুলের ছাত্র ছিল অম্লান ৷ এলাকায় ভালো ছাত্র ও ভালো ছেলে হিসেবে পরিচিতি ছিল তার৷ প্রথমে অ্যান্ড্রুজ কলেজে ভর্তি হওয়ার জন্য যায় সে ৷ মেরিট লিস্ট অনুযায়ী কলেজে ভর্তি হতে গিয়েও কলেজে ছাত্র সংঘর্ষের ঘটনায় ভর্তি হতে পারেনি৷ অনেকটা সময় অপেক্ষা করার পর কলেজের সঙ্গে যোগাযোগ করেও সমস্যার কোনও সুরাহা হয়নি ৷ পরের দিন পাটুলির কে কে দাস কলেজও ভর্তির ডেট ছিল ৷ আধঘন্টা দেরিতে পৌঁছানোয় মেরিট লিস্টে নাম থাকা সত্ত্বেও তাকে কলেজেই ঢুকতে দেওয়া হয়নি৷ খুব ভালো আঁকার হাত ছিল অম্লানের৷ এরপর আর্ট কলেজে ভর্তি হওয়ার চেষ্টা করে সে৷ কিন্তু সেখানেও ভর্তি হতে পারেনি৷ তারপর সোনারপুরেরই একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তির জন্য যায় সে৷ নম্বরের পার্সেন্টেজ কম থাকায় সেখান থেকেও খালি হাতে ফিরতে হয় তাকে ৷ কলেজ থেকে বাড়ি ফিরে মানসিকভাবে ভেঙে পড়ে সে৷ শুক্রবার বাড়িতে যখন কেউ ছিল না, বাবা কাজে গিয়েছিলেন, মা ছোটভাইকে স্কুলে দিতে গিয়েছিলেন সেইসময় ঘরের দরজা বন্ধ করে ধুতির সাহায্যে আত্মঘাতী হয়৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*