শ্যামাপদ মালাকার –
রুপ তো নির্গুণের আধার
মাতিয়া মরে শুধু তৃপ্তির লালসায়- –
আদর্শ প্রণয় কি কবি- তাহারে বলে?
যদি তাহাই হয়,-ফুলের মধু বুকে, নারীর মধু অন্তরে
তবু কেন সবে মজিয়া মরে রুপে- – -!
–“এ কি প্রশ্ন হানিলে প্রিয় অতিথির ভাগে- ডুবিয়া সীমাহীন প্রণয়তরঙ্গে!
আজি এখানে সমাপ্ত করিয়া যাও-
সন্ধ্যা নামিল প্রদীপখানি ধরাইয়া দাও!”।
প্রশ্নের কি নিষ্পত্তি হইল কবি?
পৃথিবীর বুকে দাগ রাখিতে চাহিনা,-
কবি হইয়া যদি রাখো মনে,
একদিন “বনলতা” সাজিয়া-
বসিব মুখোমুখি- এ বাংলার বুকে!
সেদিন বড় বড় কবিরা তুলিবে কত ঝড়-
মোর দুয়ারে বসি,
তবু,- ঐ মরণে কি সুখ!
সেই সুখ প্রিয়- আমি বিনা
কেহ যেন নাহি আর জানে!।।
Be the first to comment