দিল্লির হিংসার জন্য দায়ী অমিত শাহ, স্বরাষ্ট্রমন্ত্রীর ইস্তফা দাবি করলেন সোনিয়া

Spread the love

দিল্লির সংঘর্ষে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ২০ জনের। পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিচ্ছে। এরই মধ্যে দিল্লি রাজ্য প্রশাসন ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তীব্র নিন্দা করলেন কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধী। বুধবার একটি সাংবাদিক বৈঠক ডেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের বিরুদ্ধে তোপ দাগেন সোনিয়া। সাংবাদিক বৈঠকে অমিত শাহের পদত্যাগ দাবি করেন কংগ্রেস সভানেত্রী।

সোনিয়া বলেন, এই হিংসার পিছনে আগে থেকেই ষড়যন্ত্র রয়েছে। দিল্লির নির্বাচনের সময়েও এই ঘটনা ঘটেছে। বিজেপি নেতারা হিংসা ও আতঙ্ক ছড়ায় এমন মন্তব্য করেই চলেছেন।

পাশাপাশি কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগে সোনিয়া বলেন, কেন্দ্রীয় সরকার ও স্বরাষ্ট্রমন্ত্রী দিল্লির এই অবস্থার জন্য দায়ী। স্বরাষ্ট্রমন্ত্রীর এই মুহূর্তেই পদত্যাগ করা উচিত। অমিত শাহের এই পরিস্থিতির জন্য দায় নিয়ে ইস্তফা দেওয়া দরকার।

বিজেপি নেতা কপিল মিশ্রর বিরুদ্ধে হিংসায় উসকানি দেওয়ার অভিযোগ সম্পর্কেও এদিন সোনিয়া মুখ খোলেন। তিনি বলেন, একজন বিজেপি নেতা দিল্লির এই ভয়াবহ হিংসায় বারবার প্ররোচনা দিয়ে চলেছে?

এমনকী, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকেও কটাক্ষ করে তিনি বলেন, কোথায় দিল্লির মুখ্যমন্ত্রী! সোনিয়া জানিয়েছেন, তাঁদের দল প্রতিটি এলাকায় শান্তি বজায় রাখার আবেদন করছে।

প্রসঙ্গত, ২ দিন ধরে চলা এই হিংসা ভয়াবহ রূপ নিয়েছে দিল্লিতে। ইতিমধ্যেই ২০ জনের মৃত্যু হয়েছে। আহত ১৮৯ জন।

এদিন কী বললেন সোনিয়া?

শুনুন!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*