মন্ত্রী ও জননেতা হিসেবে অরুণ জেটলিকে মানুষ মনে রাখবেঃ সোনিয়া গান্ধী

Spread the love

অরুণ জেটলির মৃত্যুতে দেশজুড়ে নেমে এসেছে শোকের ছায়া ৷ কেন্দ্রীয় মন্ত্রী, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীসহ রাজনৈতিক ব্যক্তিত্বরা তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ৷ কংগ্রেসের তরফেও শোকজ্ঞাপন করা হয়েছে ৷ কংগ্রেসের অন্তবর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধী, রাজ্যসভার সদস্য মনমোহন সিং, শশী থারুর, কপিল সিব্বলসহ একাধিক নেতা টুইটারে শোক প্রকাশ করেছেন ৷

কংগ্রেসের তরফে টুইটবার্তায় জানানো হয়েছে, অরুণ জেটলির মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন সোনিয়া গান্ধী ৷ তিনি জানিয়েছেন, দীর্ঘদিন জননেতা হিসেবে কাজ করেছেন অরুণ জেটলি ৷ সংসদ সদস্য ও মন্ত্রী হিসেবে তাঁর অবদানের কথা মানুষের মনে থাকবে ৷ দেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভার সাংসদ মনমোহন সিংয়ের শোকবার্তা কংগ্রেসের তরফে প্রকাশ করা হয়েছে ৷ আইনজীবী, মন্ত্রী ও সংসদ সদস্য হিসেবে অরুণ জেটলির দক্ষতার কথা তুলে ধরেছেন তিনি ৷

বিশিষ্ট কংগ্রেস নেতা কপিল সিব্বল অরুণ জেটলির সঙ্গে ব্যাট করতে নামার ছবি টুইটারে শেয়ার করেছেন ৷ দেশের অর্থমন্ত্রী ও রাজনীতিবিদ হিসেবে তিনি স্মরণীয় হয়ে থাকবেন বলে আশা প্রকাশ করেছেন সিব্বল ৷

শোকবার্তায় অরুণ জেটলিকে নিজের বন্ধু বলে উল্লেখ করেছেন কংগ্রেস নেতা শশী থারুর ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*