সোনিয়া গান্ধীকে ট্যুইট করে জন্মদিনের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদী, মমতা ও নিতিন গডকরী

Spread the love

সোনিয়া গান্ধীকে ট্যুইট করে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কংগ্রেস অন্তর্বর্তী সভানেত্রীর বয়স বুধবার হল ৭৪ বছর। বেশ কিছুদিন ধরেই শরীর-স্বাস্থ্য ভাল যাচ্ছে না তাঁর। সম্প্রতি করোনা পরিস্থিতি ও রাজধানীর ক্রমবর্ধমান বায়ুদূষণের পরিপ্রেক্ষিতে তাঁকে কিছুদিন দিল্লির বাইরে থাকার পরামর্শ দিয়েছেন ডাক্তাররা। সেইমতো তিনি গোয়া গিয়েছেন বলে খবর।

প্রধানমন্ত্রী লিখেছেন, শ্রীমতী সোনিয়া গান্ধীকে জন্মদিনের অভিনন্দন। ঈশ্বর তাঁকে দীর্ঘ জীবন, সু্স্বাস্থ্য দিন, প্রার্থনা করি।

সোনিয়াজিকে টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা নিতিন গডকরীও জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ট্যুইট করেছেন, কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীজিকে জন্মদিনের অভিনন্দন জানাই। আপনি সুস্বাস্থ্য, সুদীর্ঘ জীবনের অধিকারী হোন।

দেশের বর্তমান কোভিড-১৯ সংক্রমণজনিত পরিস্থিতি মাথায় রেখে ও কেন্দ্রের কৃষি আইনের বিরুদ্ধে চলতি কৃষক আন্দোলনের প্রতি সহমর্মিতা জানিয়ে এবছর সনিয়া জন্মদিন পালন করবেন না বলে জানিয়েছেন।

প্রসঙ্গত, ১৯৯৮ সালে কংগ্রেস সভানেত্রী পদে প্রথম বসেন সোনিয়া। তিনিই সবচেয়ে বেশি সময় দলের শীর্ষপদে থেকেছেন। কংগ্রেস পার্টি সূত্রে খবর, দলীয় সভানেত্রী যে করোনা সংক্রমণ পরিস্থিতি ও কৃষক আন্দোলনের ইস্যুতে জন্মদিনে কোনও আনন্দ অনুষ্ঠান, উৎসব করবেন না, সেটা সব রাজ্যের ইনচার্জ, রাজ্য় সভাপতিদেরও জানিয়ে দেওয়া হয়েছে। কেক কাটা সহ যাবতীয় আড়ম্বর যাতে বর্জন করা হয়, সেকথা জানিয়ে সব প্রদেশ সভাপতিদের চিঠি পাঠিয়ে নির্দেশ দিয়েছেন কংগ্রেস সাধারণ সম্পাদক (সংগঠন) কে সি বেনুগোপাল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*