মঙ্গলবার দিল্লিতে বিরোধীদলের নেতাদের নৈশভোজে ডাকলেন কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সোনিয়া গান্ধী। কেন্দ্রের শাসক দল বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে আগেই তিনি নৈশভোজে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছিলেন কেন্দ্রের বিরোধী দলগুলির নেতাদের। এদিন ১৭টি বিরোধী দলের নেতারা ওই নৈশভোজ অনুষ্ঠানে যোগ দেবেন বলে খবর। তবে পাহাড়ে শিল্প সম্মেলনে যোগ দেওয়ায় নৈশভোজে উপস্থিত থাকছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তৃণমূলের পক্ষ থেকে উপস্থিত থাকছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। সিপিএমের প্রতিনিধি হিসেবে নৈশভোজে উপস্থিত থাকবেন মহম্মদ সেলিম। যোগ দেবেন বিজেপি-বিরোধী অন্যান্য দলের নেতারাও।
যদিও অন্ধ্রপ্রদেশের টিডিপি, ওড়িশার বিজেডি ও টিআরএস নেতাদের আমন্ত্রণ জানানো হয়নি। তবে কংগ্রেস সূত্রের খবর, ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী বাবুলাল মারান্ডি, ঝাড়খণ্ড মুক্তি মোর্চার হেমন্ত সোরেন, বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী জিতনরাম মাঁঝি এই বৈঠকে যোগ দেবেন। জানা গেছে, ডিএমকে-র কানিমোঝি, সমাজবাদী পার্টির রামগোপাল যাদব, সিপিআই নেতা ডি রাজা এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন । জেডি-এস, কেরল কংগ্রেস, ইন্ডিয়ান মুসলিম লিগ, আরএসপি, আরএলডি নেতাদেরও যোগ দেওয়ার কথা।
প্রসঙ্গত, ২০১৯ সালে লোকসভা নির্বাচনের আগে ঘুঁটি সাজাতেই এই বিশেষ উদ্যোগ বলে খবর। কংগ্রেসের এক শীর্ষ নেতার কথায়, এটা নিছকই নৈশভোজ নয়। বিজেপির অপশাসনের বিরুদ্ধে একত্রিত হয়ে ফ্রন্ট গড়তে বিরোধী দলগুলিকে নিয়ে জোট তৈরি করাই এই নৈশভোজের লক্ষ্য।
Be the first to comment