কংগ্রেসের সভাপতি পদে স্থায়ীভাবে সোনিয়া গান্ধী নিজেই থাকবেন না ফের দায়িত্ব দেওয়া হবে রাহুল গান্ধীকে? নাকি নতুন কাউকে এই পদের জন্য নিয়ে আসা হবে? দিল্লি বিধানসভা নির্বাচনে একটি আসনও পায়নি কংগ্রেস ৷ তারপর থেকেই উঠতে শুরু করেছে প্রশ্ন ৷ তবে, পদে কাকে বসানো হবে তা নিয়ে একটি প্লেনারি সম্মেলনের আয়োজন করেছে দল ৷ এপ্রিলে দ্বিতীয় সপ্তাহে আয়োজিত এই সম্মেলনেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে ৷
এবার রাহুল গান্ধী কংগ্রেস সভাপতি পদে দায়িত্ব নেবেন কিনা তা এখনও পরিষ্কার নয় ৷ দিল্লি বিধানসভা নির্বাচনে একটিও আসন না পাওয়া, তার আগে কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধীর অসুস্থতা বারবার এটাই বুঝিয়েছে দলে একজন সক্রিয় সভাপতির প্রয়োজন ৷
প্রসঙ্গত, টানা তিন দফা দিল্লিতে রাজত্ব করার পরও ২০১৫-তে একটি আসনও জিততে পারেনি কংগ্রেস ৷ এবার ২০২০-তেও একটিও আসন পায়নি দল ৷ শুধু তাই নয়, নূন্যতম সংখ্যক ভোটও পাননি কংগ্রেসের ৬৩ জন প্রার্থী ৷ গত বছর লোকসভা নির্বাচন থেকেই ধ্বংসের পথে এগোতে শুরু করেছে কংগ্রেস ৷ রাহুল গান্ধীর পদ থেকে সরে আসা ও নেতৃত্ব পদে গান্ধী পরিবারের সদস্য নন, এমন কাউকে বসানোর আর্জি দলকে আরও ক্ষতির মুখে ঠেলে দিচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ ৷
দলের চূড়ান্ত সিদ্ধান্তগ্রহনকারী কার্যকরী কমিটি সোনিয়া গান্ধির উপরই ফের ভরসা করেছি ৷ দলীয় প্রধান হিসেবে রাহুলের দায়িত্ব নেওয়ার পর থেকেই ১৯ বছর ধরে দলের সভানেত্রী পদে থাকা সোনিয়া গান্ধী মানুষের সঙ্গে নিজের যোগাযোগ কমিয়ে দিয়েছিলেন। কিন্তু, তারপরও দলের অনুরোধে অন্তর্বর্তীকালীন সভানেত্রী পদের দায়িত্বে থাকতে রাজি হয়েছিলেন সোনিয়া ৷
Be the first to comment