হাসপাতালে ভর্তি করা হল সোনিয়া গান্ধীকে। দিল্লির স্যার গঙ্গা রাম হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। বৃহস্পতিবার হাসপাতালে বুলেটিনে একথা জানানো হয়েছে।
হাসপাতালের চেয়ারম্যান ড. ডিএস রানা জানিয়েছেন, ‘কংগ্রেস প্রেসিডেন্ট সোনিয়া গান্ধীকে এদিন সন্ধে ৭ টা নাগাদ দ্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয়। রুটিন টেস্টের জন্য ভর্তি করা হয়েছে তাঁকে। তাঁর অবস্থা বর্তমানে স্থিতিশীল।’
হেল্থ বুলেটিনে বলা হয়েছে, সোনিয়া গান্ধী ড. অনুপ কুমার বসু-র অধীনে চিকিৎসাধীন। ওই চিকিৎসক শ্বাসকষ্ট জনিত সমস্যার বিশেষজ্ঞ বলে জানা গিয়েছে।
বর্তমানে তিনি কংগ্রেসের সভাপতির দায়িত্ব সামলাচ্ছেন। অসুস্থতার কারণে ২০১৭ সালে ওই পদ ছেড়ে দেন তিনি। কিন্তু ২০১৯ লোকসভা নির্বাচনে ভরাডুবির পর তাঁর ছেলে রাহুল গান্ধীও পদ ছাড়েন। এরপরই সভাপতি পদের দায়িত্ব নিতে হয়েছে সোনিয়া গান্ধীকে।
বৃহস্পতিবারও দলের রাজ্যসভা সাংসদদের সঙ্গে বৈঠক করেছেন সোনিয়া গান্ধী। অনলাইনে সেই বৈঠক হয়। ছিলেন মনমোহন সিং, প্রাক্তন মন্ত্রী একে অ্যান্টনি, গুলাম নবি আজাদ, আনন্দ শর্মা, মল্লিকার্জুন খাড়গে, অম্বিকা সোনি, পি চিদম্বরম, জয়রাম রমেশ প্রমুখ।
Be the first to comment