কৃষক-বিক্ষোভের পাশে কংগ্রেস, জন্মদিন পালন না করার সিদ্ধান্ত সোনিয়া গান্ধীর

Spread the love

কেন্দ্রের নয়া কৃষি আইন বাতিলের দাবিতে ক্রমেই বিক্ষোভ চরম আকার নিচ্ছে। দিল্লি ঘেরাও করে রেখেছেন লক্ষ-লক্ষ কৃষক। বাম, কংগ্রেস-সহ বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলি কেন্দ্র বিরোধিতায় সুর চড়াচ্ছে। কৃষি আইন বাতিলের দাবিতে মঙ্গলবার দেশজুড়ে কৃষক সংগঠনগুলির ডাকে চলছে ভারত বনধ। কৃষকদের পাশে দাঁড়িয়ে এবার নিজের জন্মদিনের অনুষ্ঠান করছেন না কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধী। ৯ ডিসেম্বর সোনিয়া গান্ধীর জন্মদিন।

নয়া কৃষি আইন, কৃষক-স্বার্থ বিরোধী। এমনই অভিযোগ কৃষকদের। সেই কারণেই এই আইন বাতিলের দাবি তুলেছেন তাঁরা। নয়া আইন বাতিলের দাবিতে দিল্লি ঘেরাও রেখেছেন লক্ষ-লক্ষ কৃষক।

ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের সঙ্গে পাঁচ দফা আলোচনা হয়েছে কৃষক সংগঠনের প্রতিনিধিদের। কেন্দ্রের সঙ্গে সেই বৈঠকের প্রত্যেকটিতেই নয়া আইন বাতিলের দাবি জানিয়েছেন কৃষক-নেতারা। যদিও এখনও মেলেনি সমাধান। তবে শেষ বৈঠকে খানিকটা নরম মনোভাব নেয় কেন্দ্র।

নয়া কৃষি আইন বাতিলের পথে না হেঁটেও সেই আইনে কয়েকটি সংশোধনের প্রস্তাব দিয়েছে কেন্দ্রীয় সরকার। কৃষকদের সঙ্গে সে বিষয়ে আলোচনা করতেই ৯ ডিসেম্বর ফের বৈঠকে বসবেন কেন্দ্রীয় মন্ত্রীরা। সেই বৈঠকেই জট কাটবে বলে আশাবাদী কেন্দ্র। যদিও কৃষকরা নিজেদের দাবিতে অনড়। কৃষি আইন বাতিলেরই দাবি কৃষকদের। আইন বাতিল না হওয়া পর্যন্ত দিল্লি ঘেরাও কর্মসূচি তাঁরা প্রত্যাহার করবেন না বলেও সাফ জানিয়েছেন।

কৃষক-বিক্ষোভকে সমর্থন জানিয়েছে কংগ্রেস। কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, কৃষকদের প্রতি সমর্থন জানিয়ে এবছর জন্মদিন পালন করবেন না সোনিয়া গান্ধী। অনুগামীদেরও কংগ্রেস সভানেত্রীর জন্মদিনে কোনও কর্মূচি নিতে নিষেধ করা হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*