শনিবার, ১৭ মার্চ প্লেনারি সেশনে সোনিয়া গান্ধী যখন বলতে ওঠেন তখন কানায় কানায় ভর্তি অডিটোরিয়াম প্রাক্তন সভাপতি কী দিশা দেখান সে বিষয়ে অপেক্ষা করছিলো। প্রথমেই সোনিয়ার অকপট স্বীকারোক্তি পরিস্থিতিই আমাকে রাজনীতিতে আসতে বাধ্য করেছে। তবে কংগ্রেস মানুষকে সমৃদ্ধ করে, তাই আমিও সমৃদ্ধ হয়েছি। তিনি বলেন কংগ্রেসের জয়ই হলো দেশের জয়। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে তীব্র আক্রমণ জানিয়েছেন সোনিয়া গান্ধী। এদিন তাঁর বক্তব্যে মোদীর প্রতিশ্রুতিগুলিকে ড্রামাবাজি বা নাটক বলেছেন তিনি। তীব্র কটাক্ষ করেছেন ‘সবকা সাথ, সবকা বিকাশ’ স্লোগানকেও। মোদীকে পরোক্ষে অহংকারী বলে সোনিয়া বলেন, তাঁর সামনে না কখনও কংগ্রেস মাথা নীচু করেছে, না কখনও করবে। তিনি এও বলেন, মোদী সরকার নিজেরাই তো কোনও প্রকল্প করেন নি উল্টে ইউপিএ-র প্রকল্প গুলিকেও দুর্বল করেছে।
কংগ্রেস পক্ষপাত, প্রতিশোধ বা অহংকারে বিশ্বাস করে না। কংগ্রেস বিশ্বাস করে উন্নয়নে। পক্ষপাত মুক্ত, প্রতিশোধ মুক্ত, অহংকার মুক্ত ভারত গড়ার জন্য আমাদের সংঘর্ষ জারি থাকবে। তিনি ইউপিএ ১ এবং ইউপিএ ২ এর মনমোহন সিং এর সুযোগ্য নেতৃত্বে দেশ পরিচালনার কথা উল্লেখ করেন। উল্লেখ করেন ৪০ বছর আগে চিকমাগালুর ইন্দিরা গান্ধীর জয়ের কথা। তিনি যে শুধু অতীতের স্মৃতিচারণা করেছেন তাই নয়। আগামী কর্ণাটক বিধানসভা নির্বাচনে কংগ্রেস জয়লাভ করে দেশকে নতুন দিশা দেখাবে একথাও বলেন।
সোনিয়া আরও বলেন, কংগ্রেস একটি রাজনৈতিক দল নয়, কংগ্রেস একটা আন্দোলনের নাম। সমাজের সব স্তরের মানুষের আশা, আকাঙ্খা প্রতিফলিত হয় এই দলে। কংগ্রেস মানে শুধু রাজনীতি নয়, কংগ্রেস হল এক সর্বজনীন সূত্রধর। তিনি নতুন সভাপতি রাহুল গান্ধীকে আরও একবার অভিনন্দন জানান এবং বলেন রাহুল দলের কাজে সর্বোত ভাবে আত্মনিয়োগ করেছেন।
Be the first to comment