সভানেত্রীর পদ থেকে সরছেন? কংগ্রেস নেতাদের চিঠিতে সোনিয়ার জবাবে জল্পনা তুঙ্গে

Spread the love

দলের অন্তবর্তী সভাপতির পদে ইস্তফা দিয়েছেন তিনি। সূত্রের খবর অনুযায়ী, রবিবার দলের অভ্যন্তরে এমনটাই জানিয়েছেন সভানেত্রী সোনিয়া গান্ধী। এর আগে দলের ২৩ জন নেতা দলের নেতৃত্বে খোলনলচে পরিবর্তনের দাবি করে চিঠি দিয়েছিলেন তাঁকে।সূত্রের খবর অনুযায়ী, পদত্যাগের সিদ্ধান্তের কথা জানিয়ে সোনিয়া গান্ধী কংগ্রেস ওয়ার্কিং কমিটিকে চিঠি দিয়েছেন।

প্রসঙ্গত, আগে থেকেই সোমবার কংগ্রেসের ওয়ার্কিং কমিটি বৈঠক হওয়ার কথা ছিল। তার আগেই সনিয়া গান্ধী নিজের সিদ্ধান্তের কথা জানান। সোমবার ওয়ার্কিং কমিটির বৈঠকে নতুন নেতৃত্ব নিয়ে আলোচনা করা হবে বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

যদিও কংগ্রেসের প্রধান মুখপত্র রণদীপ সুরজেওয়ালা জানিয়েছেন, নেতৃত্ব পরিবর্তন নিয়ে সেরকম কোনও সিদ্ধান্ত হয়নি। সোনিয়া গান্ধী এমন কোনও কথা বলেননি বলেও দাবি করেছেন তিনি।

তবে সূত্রের খবর দলে সংস্কার ও পূর্ণ সময়ের নেতৃত্বের দাবি জানিয়ে অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধীকে চিঠি লিখেছিলেন কংগ্রেসের শীর্ষ নেতারা। সেই চিঠির জবাব দিয়ে সোনিয়া শীর্ষ নেতাদের বলেছেন, তাঁরা যেন সবাই মিলে একজন নতুন প্রধান খুঁজে নেন। তিনি আর সভানেত্রী থাকতে ইচ্ছুক নন বলেও সনিয়া সাফ জানিয়ে দিয়েছেন বলে সূত্রের খবর।

সোমবার কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে তিনি পদ থেকে সরে দাঁড়াতে পারেন বলেও খবর রটেছে। তবে সেই খবরের সত্যতা অস্বীকার করেছেন কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*