কংগ্রেসের কার্যনির্বাহী কমিটির নির্বাচনের দাবিতে আবারও একপ্রস্থ সুর চড়ালেন বর্ষীয়ান নেতা গুলাম নবি আজাদ। এদিন সোনিয়া গান্ধীর নাম না করেই তিনি বলেন, বর্তমানে যাকে কংগ্রেস প্রেসিডেন্ট হিসাবে নির্বাচন করা হয়েছে তাঁর পক্ষে দলের এক শতাংশেরও সমর্থন নেই।
কংগ্রেসের অভ্যন্তরে আমূল সংস্কারের দাবি জানিয়ে দলের যে ২৩ নেতা অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়াকে সম্প্রতি চিঠি লেখেন তাঁদের মধ্যে অন্যতম ছিলেন গুলাম নবি আজাদ।
আজাদ মনে করেন নির্বাচিতরা দলের নেতৃত্ব দিলে সেক্ষেত্রে কংগ্রেসের ভবিষ্যৎ সম্ভাবনা উজ্জ্বল হবে। আর যদি তা না হয় কংগ্রেসকে আগামী ৫০ বছর ধরে বিরোধী আসনেই বসে থাকতে হবে।
পাশাপাশি সাংগঠনিক নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, যখন আপনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন কমপক্ষে ৫১ শতাংশ ভোট আপনার পক্ষে থাকতে হবে। আপনাকে দলের মধ্যে ২-৩ জনের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতায় নামতে হবে। যার পক্ষে ৫১ শতাংশ ভোট থাকবে তিনিই নির্বাচিত হবেন। বাকিরা ১০-১৫ শতাংশ ভোট পাবেন।
প্রসঙ্গত, বিদ্রোহীদের বার্তা দিতে সংসদের বাদল অধিবেশনের আগে বৃহস্পতিবার রাজ্যসভার নতুন কমিটি গড়ে সেখানে আহমেদ প্যাটেলের মতো বিশ্বস্তদের নিয়ে আসেন সোনিয়া। দায়িত্বে একাধিক রদবদল করে পরিবারের ঘনিষ্ঠদের নিয়ে আসা হয়। সোনিয়ার সেই পদক্ষেপের পরই সুর চড়িয়েছেন গুলাম নবি আহাদ।
Be the first to comment