ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচনে জয়লাভ করে মুখ্যমন্ত্রীর মসনদে বসছেন হেমন্ত সোরেন। শপথগ্রহণ অনুষ্ঠানে সোনিয়া গান্ধীকে আমন্ত্রণ জানাতে বুধবারই দিল্লি পাড়ি দিয়েছেন শিবু সোরেন পুত্র। ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (JMM) নেতা হেমন্ত সোরেন এই নিয়ে দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে চলেছেন ৷ সোমবার প্রকাশিত ফলাফলে দেখা গেছে, ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনে বিরোধী জোট, কংগ্রেস ও RJD সম্পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে ৷
সূত্রের খবর, ২৯ ডিসেম্বর হেমন্ত সোরেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন ৷ নবনির্বাচিত ৩০ জন বিধায়ককেও এই অনুষ্ঠানে অংশ নিতে বলা হয়েছে ৷ এদিকে, কংগ্রেস-JMM-RJD জোটের উপর ভরসা রাখার জন্য কংগ্রেস অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধী ঝাড়খণ্ডবাসীকে কৃতজ্ঞতা জানান ৷ তিনি আরও বলেন, রাজ্যে কংগ্রেসের তরফে একজন উপ-মুখ্যমন্ত্রীও থাকবেন ৷
ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হিসেবে হেমন্ত প্রথমবার ২০১৩ সালের ১৫ জুন শপথ নিয়েছিলেন ৷ সেবার তাঁর সরকার ১৪ মাস স্থায়ী হয়েছিল ৷ কিন্তু, এবার কংগ্রেস ও RJD-এর সঙ্গে জোট থাকায় বিজেপিকে হারানো কোনও সমস্যাই ছিল না বলে মনে করছে রাজনৈতিক মহল ৷
Be the first to comment