বাংলায় ‘শূন্য’ কংগ্রেস, কারণ খুঁজতে বৈঠকে সোনিয়া গান্ধীর

Spread the love

একুশের বিধানসভা নির্বাচনে ৫ রাজ্যেই কার্যত ভরাডুবি হয়েছে কংগ্রেসের। কংগ্রেসের ফল প্রসঙ্গে সোনিয়া বলেছেন, ‘খুবই হতাশাজনক’। কিন্তু কী কারণে এই ভরাডুবি, তা খতিয়ে দেখতে ১০ মে বৈঠকে বসতে চলেছে কংগ্রেসের ওয়ার্কিং কমিটি। কেন বাংলা বিধানসভা নির্বাচনে একটিও আসন পেল না কংগ্রেস, তা নিয়ে এদিনের বৈঠকে বিশেষ আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে।

পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে কংগ্রেসের রীতিমতো ভরাডুবি হয়েছে। পশ্চিমবঙ্গের নির্বাচনে কোনও আসনেই জিততে পারেনি কংগ্রেস। অসম, তামিলনাড়ু, কেরলের মতো রাজ্যেও দল সেভাবে সাফল্য দেখেনি। এই প্রেক্ষিতে দলের পরাজয় নিয়ে সোনিয়ার এ হেন মন্তব্য উল্লেখযোগ্য বলে মনে করা হচ্ছে।

এই প্রসঙ্গে সোনিয়া বলেছেন, ‘দুর্ভাগ্যবশত, সব রাজ্যে আমাদের দলের ফল খুবই হতাশাজনক এবং অপ্রত্যাশিত। কেন এমন ফল হল, তা খতিয়ে দেখবে কংগ্রেসের ওয়ার্কিং কমিটি।’ এদিন কংগ্রেসের সংসদীয় দলের এক ভার্চুয়াল বৈঠকে যোগ দিয়ে এ কথা বলেন তিনি। অন্যদিকে, জয়ের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ও এম কে স্ট্যালিনকে অভিনন্দন জানিয়েছেন সোনিয়া।

প্রসঙ্গত, ২০১৯ সালের লোকসভা নির্বাচনে কংগ্রেসের ভরাডুবির দায় মাথায় নিয়ে দলের সভাপতির পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন রাহুল গান্ধী। এরপর বাধ্য হয়ে দলের ভার কাঁধে তুলে নিয়েছেন UPA চেয়ারপার্সন সোনিয়া গান্ধী। তবে, তিনি অন্তর্বর্তীকালীন সভানেত্রী পদে রয়েছেন। দলের একাংশ রাহুলকেই দলের সভাপতি হিসেবে চাইলেও তাতে নিমরাজি হন রাগা। জুনেই সম্ভবত কংগ্রেস সভাপতি নির্বাচন হতে পারে।

অন্যদিকে, দেশের করোনা পরিস্থিতি নিয়ে ফের প্রধানমন্ত্রীকে নিশানা করেছেন সোনিয়া। মোদী সরকারের আমলে দেশ ডুবছে বলে কটাক্ষ করেছেন তিনি করোনা সংকট মোকাবিলায় এমন একজন নেতার প্রয়োজন, যাঁর দূরদর্শিতা রয়েছে, এমন কথাও বলেছেন তিনি। এই পরিস্থিতিতে সরকারের সর্বদল বৈঠক ডাকা জরুরি বলে মত প্রকাশ করেছেন সোনিয়া। অন্যদিকে, করোনা পরিস্থিতি নিয়ে ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*