সংসদে বিরোধী আসনে বসবে শিবসেনা , সোমবার সোনিয়া-শরদ বৈঠক

Spread the love

সংসদের উচ্চকক্ষে বিরোধী আসনে বসবে শিবসেনা। গত সপ্তাহে NDA ছাড়ার ঘোষণা করে কেন্দ্রীয় মন্ত্রীসভা থেকে ইস্তফা দেন শিবসেনা সাংসদ অরবিন্দ সাওয়ান্ত। তখনই পরিষ্কার হয়ে যায় চিত্র। মহারাষ্ট্রে সরকার গঠন নিয়ে কংগ্রেস ও NCP-এর সঙ্গে রফাসূত্রে পৌঁছানর পরই শিবসেনার মুখপাত্র তথা রাজ্যসভার সাংসদ সঞ্জয় রাউত জানান, সংসদে তাঁরা রাজ্যসভায় বিরোধী বেঞ্চে বসবেন। রবিবারের NDA-এর বৈঠকেও থাকছেন না শিবসেনার সাংসদরা।

শিবসেনা জোট ছাড়লে সংসদের নিম্নকক্ষেও শক্তি কমছে NDA-এর। ৩৫৩ থেকে কমে NDA-এর সাংসদ সংখ্যা দাঁড়াচ্ছে ৩৩৫-এ। শিবসেনার ১৮ সাংসদ নিয়ে সংসদে ১০০-এর গণ্ডি পেরোবে UPA ৷ বর্তমানে UPA-এর শক্তি ৯২। তা বেড়ে দাঁড়াবে ১১০-এ।

এদিকে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী ও NCP প্রধান শরদ পাওয়ারের রবিবারের বৈঠক পিছিয়েছে। সোমবার সোনিয়া গান্ধীর বাসভবনে হবে বৈঠক। রবিবার NCP-এর বৈঠক থাকায় শরদ পাওয়ার বৈঠক পিছোনোর অনুরোধ করেন। রবিবার সন্ধেবেলা দিল্লি উড়ে যাবেন NCP প্রধান শরদ পাওয়ার। সোমবার বৈঠকে সোনিয়া গান্ধীর সঙ্গে মহারাষ্ট্রের সরকার গঠন নিয়ে বিস্তারিত আলোচনা করবেন NCP প্রধান।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*