ন্যাশনাল হেরাল্ড মামলায় অস্বস্তিতে পড়লেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী ও কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সোনিয়া গান্ধী ৷ অ্যাসোসিয়েটেড জার্নালস লিমিটেড থেকে আয় সম্পর্কিত মামলায় সোনিয়া ও রাহুলকে ১০০ কোটি টাকার নোটিশ দিল আয়কর বিভাগ ৷
মামলার পরবর্তী শুনানি ২৯ জানুয়ারি৷ সোনিয়া ও রাহুলের আইনজীবী হিসেবে মামলাটি লড়ছেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদাম্বরম।
আয়কর বিভাগ জানিয়েছে, অ্যাসোসিয়েটেড জার্নালস-এ সোনিয়া ও রাহুলের ১০০ কোটি টাকা দেনা রয়েছে৷ গত আর্থিক বছরে রাহুল গান্ধি ৬৮.১২ লক্ষ টাকা আয়কর রিটার্ন ফাইল করেছেন ৷ ন্যাশনাল হেরাল্ড মামলায় সুপ্রিম কোর্ট সনিয়া ও রাহুল গান্ধিকে হলফনামা দাখিল করতে নির্দেশ দিয়েছে।
Be the first to comment