কনসার্টের মাঝে অসুস্থ হয়ে পড়লেন সোনু নিগাম, ভর্তি রয়েছেন হাসপাতালে

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:-অসুস্থ বিখ্যাত গায়ক সোনু নিগাম। কনসার্টের মাঝখানে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি । সোনু নিগম, তাঁর সুরেলা কণ্ঠ এবং সুপার হিট গানগুলির জন্য শ্রেষ্ঠ গায়কদের মধ্যে একজন। সম্প্রতি একটি লাইভ পারফরম্যান্সের সময় পিঠে অসহ্য ব্যথা অনুভব করেছিলেন । এখন তিনি গুরুতর স্বাস্থ্য সমস্যার সম্মুখীন।

পুনেতে একটি বড় শো চলাকালীন তিনি অসুস্থ হয়ে পড়েন । তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এ বিষয়ে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ইনস্টাগ্রামে একটি ভিডিও ভাগ করে নিজের স্বাস্থ্য সমস্যার কথা জানিয়েছেন। প্রচণ্ড পিঠের ব্যথায় ভুগছেন গায়ক সোনু নিগম। এমনকি হাঁটতেও কষ্ট হয় তার । তীব্র পিঠে ব্যথার কারণে শো স্টেজের পেছনে যন্ত্রণা কাতরাতে কাতরাতে হাঁটার তার একটি ভিডিও ভাইরাল হয়েছে। পোস্টের ক্যাপশনে লিখেছেন,’গত রাতে, দেবী সরস্বতী আমার হাত ধরেছিলেন।’
ভক্তরা তাঁর দ্রুত আরোগ্যের জন্য শুভকামনা ও প্রার্থনায় ভরিয়ে দিয়েছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*