সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে উত্তপ্ত জম্মু ও কাশ্মীরের সোপিয়ান!

Spread the love
সবেমাত্র কয়েক ঘণ্টা হয়েছে জঙ্গিরা মুক্তি দিয়েছে অপহৃত পুলিশকর্মীদের আত্মীয়দের। আর এর মধ্যেই রবিবার সকাল থেকে সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে উত্তপ্ত জম্মু ও কাশ্মীরের সোপিয়ান।
রবিবার ভোরে নিরাপত্তাবাহিনীর কাছে খবর আসে সোপিয়ানের লাড্ডি এলাকায় লুকিয়ে রয়েছে বেশ কয়েকজন জঙ্গি। এরপরই ওই এলাকা ঘিরে ফেলে বাহিনী। সেনা সূত্রে জানা গিয়েছে, নিরাপত্তাবাহিনী পৌঁছতেই গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পাল্টা জবাব দিতে শুরু করে ভারতীয় সেনাবাহিনীও। সেনাবাহিনী সূত্রে জানানো হয়েছে, তিন-চারজন জঙ্গিকে ইতিমধ্যেই নিজেদের জালে নিয়েছে সেনাবাহিনী।
প্রসঙ্গত দিন তিনেক আগে দক্ষিণ কাশ্মীরের বিভিন্ন এলাকা থেকে পুলিশকর্মীদের পরিবারের বেশ কয়েকজন আত্মীয়কে অপহরণ করে জঙ্গিরা। গত ২৮ বছরে এই প্রথম পুলিশকর্মীদের পরিবারের লোকজনকে অপহরণ করার মতো কৌশল নেয় জঙ্গিরা। দর কষাকষির জন্যই অপহরণ করেছিল জঙ্গিরা। কিন্তু সেনাবাহিনীর ও জম্মু-কাশ্মীর পুলিশের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছিল কোনওরকম আপোষ করা হবে না জঙ্গিদের সঙ্গে। নিরাপত্তাবাহিনীর কঠোর মনোভাব বুঝতে পেরে অপহৃতদের মুক্তি দিতে বাধ্য হয় জঙ্গিরা। এরপর এ দিন সকাল থেকে নতুন করে সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে উত্তেজনা তৈরি হয়েছে ভূস্বর্গে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*