কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে এবার দেশের প্রতি নজর দেওয়ার পরামর্শ দিলেন সৌগত রায় । আজ লোকসভায় বাজেট অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে অমিত শাহকে কটাক্ষ করে বলেন, ” আগে দেশের কথা ভাবুন, তারপর পশ্চিমবাংলাকে দেখবেন ।
জম্মু-কাশ্মীর পুনর্গঠন ২০১৯ বিল সংক্রান্ত ইশুতে বক্তব্য রাখতে গিয়ে তিনি অমিত শাহ-কে উদ্দেশ্য করে ব্যাঙ্গাত্মক সুরে বলেন, জম্মু-কাশ্মীর পুনর্গঠন বিলের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী পশ্চিমবঙ্গ সফর থেকে অবশেষে মুক্তি পেয়েছেন। তিনি দেশের বিষয়ে নজর দেওয়ার জন্য খুব অল্প সময়ই দিল্লিতে থাকতে পারেন। আমি সত্যিই এর জন্য খুশি। তিনি এরপর কটাক্ষ করে বলেন, দুঃখের বিষয় এটাই যে, দেশকে না দেখে পশ্চিমবাংলার পিছনে পড়ে রয়েছেন। দেশ অনেক বড়। আগে দেশকে দেখুন।
তিনি আরও বলেন, বাংলায় গিয়ে মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার কথা বলেন । কিন্তু এখনও তা দিতে পারেননি । এদিন লোকসভায় জম্মু-কাশ্মীর পুনর্গঠন বিল ২০১৯ পেশ হয় । এই বিষয়ে জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন তিনি । বলেন, ” জম্মু ও কাশ্মীরের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিচ্ছে বিজেপি । ভালো কী হয়েছে? উন্নয়ন হয়নি । পরিস্থিতির উন্নতি দরকার । ছাত্রছাত্রীদের কোনও সুবিধা দেয়নি সরকার । ইন্টারনেট ব্যবস্থা প্রায় 500 দিন পরে ঠিক হয় । লকডাউনে ছাত্রছাত্রীরা অনলাইনে পড়াশোনা করতে পারেনি । এমনকী, সমস্ত নেতাদের গৃহবন্দী করে রাখা হয়েছিল । যা গণতন্ত্রের বিরোধী । “
Be the first to comment