আমি বার বার বলেছি, যারা আমাদের পার্টিতে আছেন তাঁরা যাতে পার্টিতেই থাকেন সে বিষয়ে আমরা সবসময় চেষ্টা করব। যখন পার্টি ছেড়ে দেবেন, তখন তাঁরা আমাদের বিরোধী হয়ে যাবেন। ৫০ বছরের ওপর রাজনীতি করে আমি এটা শিখেছি। নির্বাচনের আগে কিছু মানুষ নানা রকম কথা বলেন। শনিবার রাজীব বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য প্রসঙ্গে এমনই মন্তব্য করলেন সাংসদ সৌগত রায়।
তিনি এদিন আরও জানান, তিন ধরণের লোক আছে যারা ভয় পান। একরকম যারা ভাবেন, তারা আর মনোনয়ন পাবেন না। দ্বিতীয়ত যারা ভাবেন তাঁরা মনোনয়ন পেলে জিততে পারবেন না। আর তৃতীয় রকমটি হল যারা মনে করেন নির্বাচনের আগে পার্টি কিছু করতে পারবে না। তাই তাঁরা দর কষাকষি করেন।
তাই এসব নিয়ে রাজনীতি করে লাভ নেই। এমনটা নির্বাচনের আগে হয়েই থাকে। আমরা এসব নিয়ে চিন্তিত নই, তাই কোথায় তিনি কী করেছেন, তা নিয়ে প্রকাশ্যে আমি কিছু বলব না।
Be the first to comment