দু’দিনের সফরে এসে রাজ্য সরকারকে আক্রমণ করেছিলেন অমিত শাহ ৷ বলেছিলেন, বাংলা পিছিয়ে ৷ গতকালই তার পালটা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । বলেন, অমিত শাহ মিথ্যা বলছেন । বিজেপি চিটিংবাজদের পার্টি ৷ আর আজ শিল্প, গ্রামীণ রাস্তা উন্নয়ন, বিদ্যুৎ, শিক্ষা ক্ষেত্র, বাণিজ্য, স্বাস্থ্য একাধিক ক্ষেত্র সংক্রান্ত পরিসংখ্যান তুলে ধরেন সৌগত রায় ৷ আর বলেন, “অমিত শাহর দেওয়া তথ্য ভুল ৷”
এদিন সৌগত রায় বলেন,
শিল্পবৃদ্ধিতে বাংলা পঞ্চম স্থানে
গত দশ বছরে বেড়েছে বাংলার জিডিপি
অমিত শাহ বলেছেন বাংলার পাটশিল্পের অবস্থা খারাপ
সাত কোটি পাটের ব্যাগ কেনার বরাত দেওয়া হয়েছে
পরিষেবা ক্ষেত্রে ৭২ শতাংশ বেড়েছে
১ হাজার ১১৮ কিলোমিটার গ্রামীণ রাস্তা তৈরি হয়েছে
পশ্চিমবাংলার ক্ষেত্রে একটি ভ্রান্ত ধারণা তৈরির চেষ্টা করা হচ্ছে
রাজ্যে ১০০ শতাংশ স্কুলে বিদ্যুৎ আছে
অমিত শাহর দেওয়া তথ্য ভুল
রাজ্যে বিদেশি বিনিয়োগ ২৪ গুণ বেড়েছে
স্বাধীনতা সংগ্রামে শ্যামাপ্রসাদ জেলে যাননি
রবীন্দ্রনাথের জায়গা রাজনীতি করার জায়গা নয়
হাসপাতালে বেডের সংখ্যা বৃদ্ধিতে বাংলা সর্বোচ্চ
স্বাস্থ্যসাথীতে লাভবান ১.৪কোটি পরিবার
শুভেন্দু বিজেপিতে অনেক মুখের মধ্যে একটি মুখ
আগামীকাল কাঁথিতে আমি ও ফিরহাদ মিছিল করব
মাথাপিছু আয়ের নিরিখে বাংলা এগিয়ে
নার্সের সংখ্যা বেড়েছে ৫১ শতাংশ
বাংলায় নারী নির্যাতনের পরিমাণ ২১ শতাংশ কমেছে
৩০টি নতুন বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে রাজ্যে
নাড্ডার উপর হামলার ঘটনার তদন্ত করছে সরকার
প্রশান্তের পরিসংখ্যান ঠিক
পিকে দলের কেউ না ও ভোট কৌশলী
Be the first to comment