শুরু তৃণমূলের ঐতিহাসিক শহিদ সমাবেশ। ২১ জুলাইতে জনজোয়ার কলকাতায়। একে একে বক্তব্য রাখছেন তৃণমূলের একের পর এক নেতা। এদিন একুশের মঞ্চে কী বললেন তৃণমূল সাংসদ সৌগত রায়? সৌগতবাবু বলেন, এই নিয়ে ২৯ বছর হলো। মমতার সঙ্গে আমরাও বৃদ্ধ হয়েছি। একার ডাকে সমাবেশ ডেকেছিল মমতা। তাই তার প্রতি আক্রমণ করেছিল বামেরা। জানত মমতাই ওদের সরাতে পারবে। মমতা বন্দ্যোপাধ্যায় এই মাটি থেকে অন্যত্র সরতে চাননি। তাই এখানেই সমাবেশ করেছে। সারা দেশের মানুষ মমতার প্রতি আস্থা রেখেছে।
সৌগত রায় আরও বলেন, ১৯৯৮ সালে মমতা বন্দোপাধ্যায় শুরু করেন তৃণমূল। মমতা মাত্র এক বার এই সমাবেশ ব্রিগেডে করেছিল। আন্দোলনে থাকা মানুষের পাশে দাঁড়িয়ে থাকতে হয়। মমতা বন্দ্যোপাধ্যায় সেটা দেখিয়ে দিয়েছেন। মানুষ মমতাকে মুখ্যমন্ত্রী করেছে। উন্নয়নের ফসল সে পৌঁছে দিয়েছে। রাজ্যের সীমিত ক্ষমতায় তিনি কাজ করছেন। বাংলায় তৃণমূলই জিতবে। ২০২৩ পঞ্চায়েত, ২০২৪ লোকসভা জিতবে তৃণমূল। দিল্লি থেকে এসেও জিততে পারেননি বিজেপি নেতারা।
তিনি জানান, আসল লড়াই এখনও বাকি আছে। সাম্প্রদায়িক একটা সরকার আছে কেন্দ্রে। মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে মানুষ তাদের সরাবে। অভিষেক ভিন রাজ্যে চেষ্টা করছেন সংগঠন বাড়াতে। একদিনে হবে না, কিন্তু ঠিক সেই লক্ষ্যে আমরা পৌঁছব।
Be the first to comment