রবিবার ১৫ই অক্টোবর আরও একটা চিকিৎসা সংক্রান্ত ভিসা মঞ্জুর করলো ভারতের বিদেশ দপ্তর। এই ভিসাটি দেওয়া হলো এক পাকিস্তানী মহিলাকে, যিনি লিভারের অসুখে ভুগছেন। তার লিভার প্রতিস্থাপন করা খুব জরুরী। ভারতের বিদেশ মন্ত্রী সুষমা স্বরাজ বলেন, পাকিস্তানী নাগরিক মিস ফারজানা ইজাজকে তার অসুস্থতার কথা বিবেচনা করে এই ভিসা মঞ্জুর করা হলো। সুষমা স্বরাজ তার টুইটারে একটি অনুরোধ পেয়েছিলেন এই রোগীর আত্মীয় তরুন মহহ্মদ মহসিনের কাছে থেকে, যিনি ফারজানার অসুখ সারাতে ভারতে আসার ভিসা পেতে খুবই আগ্রহী ছিলেন। এটা উল্লেখ করা প্রয়োজন যে, এই মাসে মোট ৭টি এরকম ভিসা ভারত পাকিস্তানী নাগরিকদের দিলো। গতমাসেও একটি পাকিস্তানী শিশুর ওপেন হার্ট সার্জারীর জন্য চিকিৎসা সংক্রান্ত ভিসা দিয়েছিল ভারতের বিদেশ দপ্তর। মনে পড়ে যায় বজরঙ্গী ভাইজান সিনেমায় ছোট্ট শাহিদা ভারতে এসেছিল চিকিৎসা লাভের জন্য। ভারত-পাক মৈত্রী শুধু যে সেলুলয়েডে বন্দী থাকে তাই নয়, রবিবার ছুটির দিনেও ফারজানার জন্য ভিসা মঞ্জুর করে সৌহার্দ্যের নিদর্শন সৃষ্টি করলো ভারত।
Be the first to comment