ব্যালট পেপারের দিন ফিরিয়ে আনতে নির্বাচন কমিশনের দ্বারস্থ হবেন মমতা-সিংভিরা

Spread the love

ভিডিও সৌজন্যে- (মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক)

ব্রিগেডের মঞ্চ থেকে শনিবার প্রথমে ইভিএম বন্ধ করার দাবি তুলেছেন ফারুক আব্দুল্লা। আর তারপরই একাধিক নেতার কথায় উঠে এসেছে সেই প্রসঙ্গ। আর সভা শেষে এই গুরুত্বপূর্ণ ইস্যুতে কমিটি তৈরি করার কথা জানালেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার ব্রিগেড সমাবেশের শেষে ‘সৌজন্য’-তে চা চক্রের আয়োজন করা হয়েছিল। এরপরই সাংবাদিক বৈঠকে বসেন তাঁরা।

কংগ্রেস নেতা অভিষেক মনু সিংভি বলেন, ইভিএম ব্যবস্থা বন্ধ করার দাবি নিয়ে নির্বাচন কমিশনে যাবেন তাঁরা। তিনি বলেন, বিশ্বের তিন-চারটি দেশ বাদে কেউ এই সিস্টেম ব্যবহার করে না। তাই ভারতেরও উচিৎ পুরনো ব্যবস্থায় ফিরে যাওয়া অর্থাৎ ব্যালট পেপার ফিরিয়ে আনা।

আর এই প্রসঙ্গেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেন; সতীশ মিশ্র, অরবিন্দ কেজরিওয়াল, অখিলেশ যাদব ও অভিষেক মনু সিংভিকে নিয়ে একটি কমিটি তৈরি করা হবে। সেই কমিটি এই দাবির একটি খসড়া তৈরি করবেন। সবার সম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। আগামী সপ্তাহেই এই দাবি নিয়ে তাঁরা নির্বাচন কমিশনের দ্বারস্থ হবেন।

এছাড়া এদিনই ইউনাইটেড ইন্ডিয়ার নির্বাচনী কমিটিও গঠন করে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। জানান, কমিটিতে থাকবেন অরবিন্দ কেজরিওয়াল, অখিলেশ যাদব, অভিষেক মনু  সিংভি ও সতীশ মিশ্র। আর এই কমিটিই নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলবেন বলে জানা গিয়েছে।

দেখুন ভিডিও-

সৌজন্যে সাংবাদিক বৈঠক | Press conference at Soujanya | सौजन्य में प्रेस कॉन्फ़रन्स

Posted by Mamata Banerjee on Saturday, January 19, 2019

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*