সৌমেন্দুকে কাঁথি পুরসভা থেকে সরিয়ে দিল তৃণমূল

Spread the love

কাঁথি পুরসভার প্রশাসক পদ থেকে সরিয়ে দেওয়া হলো সৌমেন্দু অধিকারীকে। সূত্র মারফত এমনটাই জানা গেছে। সৌমেন্দুর দাদা শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসের সদস্য পদ, প্রশাসনিক সমস্ত পদ ছেড়ে বিজেপিতে যোগদান করেন। তারপর থেকেই বিভিন্নভাবে অধিকারী পরিবারের প্রতি তৃণমূল কংগ্রেসের নেতারা নানারকম কথাবার্তা বলতে শুরু করেন। এবার কাঁথি পুরসভার প্রশাসক পদ থেকে সৌমেন্দুকে সরিয়ে দিয়ে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব পুরো অধিকারী পরিবারকেই কি দূরে সরিয়ে দেওয়া শুরু করেছেন? এই প্রশ্নই ঘুরছে সাধারণ মানুষের মধ্যে। কারণ এখনও পর্যন্ত শিশিরবাবু, দিব্যেন্দুবাবু তৃণমূল কংগ্রেসেই আছেন। তাঁরা বিজেপিতে যোগ দেননি। উল্লেখ্য, শিশিরবাবু শুভেন্দুর বিজেপিতে যোগদানের আগে বলেছিলেন, শুভেন্দুকে জোর করে বিজেপিতে পাঠানোর ব্যবস্থা হচ্ছে। সেই সময় তৃণমূল কংগ্রেসের শীর্ষনেতৃত্ব এতটাই ব্যক্তি আক্রমণ শুরু করেছিলেন, যা মেনে নেওয়া সত্যিই কষ্টকর। শুভেন্দু বিজেপিতে যোগ দিলেও শিশির অধিকারী, দিব্যেন্দু অধিকারী এবং সৌমেন্দু অধিকারী এখনও পর্যন্ত বিজেপিতে যোগ দেননি। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, পুরো শুভেন্দু পরিবার বিজেপিতে যাচ্ছে ধরে নিয়েই এহেন পদক্ষেপ নিয়েছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*