এখনও সংকটে সৌমিত্র চট্টোপাধ্যায়

Spread the love

এখনও সংকটজনক সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা। ২২ দিন ধরে মিন্টো পার্কের একটি বেসরকারি হাসপাতালে ভরতি রয়েছেন তিনি। এখনও তিনি ভেন্টিলেশনে রয়েছেন বলে জানিয়েছেন ওই হাসপাতালের চিকিৎসক অরিন্দম কর।

সৌমিত্রবাবুর শারীরিক অবস্থা সম্পর্কে তিনি বলেন, “ভালো খবর হল রক্তক্ষরণ বন্ধ হয়েছে। নতুন করে আর রক্তক্ষরণ হচ্ছে না। প্রস্রাবও কিছুটা স্বাভাবিক হয়েছে। আর খারাপ খবরটা হল ইউরিয়া ও ক্রিয়েটিনিনের মাত্রা ক্রমশ বেড়েই চলেছে। রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি দেওয়া হবে কি না, সেটা দেখছেন আমাদের নেফ্রলজিস্টরা । এখনও তিনি ভেন্টিলেশনে রয়েছেন। স্যাচুরেশন ৯৫ শতাংশের বেশি রয়েছে। নিউমোনিয়ার যে প্যাচ পাওয়া গিয়েছিল সেটা আর বাড়েনি। কেন নিউমোনিয়া হয়েছিল সেই কারণটা আমরা খুঁজে পেয়েছি। তার চিকিৎসা চলছে।

তিনি আরও বলেন, স্নায়ুর চিকিৎসা চলছে। এখন প্লেটলেটের সংখ্যা স্বাভাবিক আছে। নতুন করে পরিমাণ কমেনি। প্লেটলেট কাউন্ট বাড়ানোর জন্য তাঁকে কিছু ওষুধ দিয়েছি। আজ খানিকটা রক্ত দেওয়া হবে। আমাদের আশা পরের মেডিকেল আপডেটে আপনারা কিছুটা হলেও ভালো খবর জানতে পারবেন। তবে এখনও পর্যন্ত সৌমিত্রবাবু যথেষ্ট সংকটজনক অবস্থায় রয়েছেন।

৬ অক্টোবর সৌমিত্রবাবুর কোরোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। তড়িঘড়ি তাঁকে মিন্টো পার্কের ওই হাসপাতালে ভরতি করা হয়। এখনও সেখানেই চিকিৎসাধীন তিনি। হাসপাতালে ভর্তি হওয়ার পর ঠিকই ছিলেন। লেখালেখিও করছিলেন কিন্তু ৯ অক্টোবর তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। অক্সিজেনের মাত্রা কমে যাওয়ায় তাঁকে ITU-তে স্থানান্তরিত করা হয়।

তারপর চিকিৎসায় সাড়া দিচ্ছিলেন তিনি। কয়েকদিন আগে তাঁর কোরোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছিলেন। কিন্তু তার মধ্যে ২০ অক্টোবর স্নায়ুর সমস্যার জেরে ফের তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। এখন ICU-তে রয়েছেন তিনি। গতকাল থেকে তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হতে শুরু করে। ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয় তাঁকে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*