সৌমিত্রের প্রথম নায়িকা শর্মিলা ঠাকুর। ‘অপুর সংসার’ সৌমিত্রের প্রথম ছবি। ফলত তিনিই ওঁর প্রথম নায়িকা
তবে সৌমিত্র-সাবিত্রী, সৌমিত্র-অপর্ণা, সৌমিত্র-মাধবী, সৌমিত্র-সন্ধ্যা এরকম বেশ কিছু বক্স-অফিস সফল জুটি সৌমিত্র তৈরি করতে পেরেছেন তাঁর ছবিজীবন জুড়ে। সুচিত্রা সেনের সঙ্গেও বেশ কয়েকটি ছবি করেছেন। স্ক্রিন শেয়ার করেছেন তনুজা, লিলি চক্রবর্তীর সঙ্গে।
সৌমিত্র চট্টোপাধ্যায়ের মৃত্যুতে তাঁর সেই সব নায়িকারা বড়োই শোকার্ত, স্মৃতিকাতর, বেদনাহত, ভারাক্রান্ত।
★ সাবিত্রী চট্টোপাধ্যায় জানান- ‘অভিনেতা হিসেবে ওঁর একটা স্মৃতি আছেই। মানুষ হিসেবেও আছে। উনি, ওঁর স্ত্রী আমার খুব বন্ধুলোক ছিলেন। ইদানীং আমি রোজই টিভি খুলে রাখতাম, কোথাও সৌমিত্রের সম্বন্ধে কোনও খবর পাওয়া যায় কিনা দেখতাম।’
★ অপর্ণা সেন বলছেন, ‘শেষ পর্যন্ত আশা করেছিলাম, একটা মিরাকল ঘটবে। উনি ফিরে আসবেন। সেটা হল না। কাল দীপাবলি ছিল। আজ যেন একসঙ্গে সব আলো নিভে গেল।’
★ শর্মিলা জানাচ্ছেন, ‘আমার তখন ১৩ বছর বয়স। সৌমিত্র ২৩। আমার চেয়ে ঠিক দশ বছরের বড়।’ এর পর সৌমিত্রবাবুর সঙ্গে শুটিং-পর্বের স্মৃতিও টেনে এনেছেন শর্মিলা।
★ এছাড়াও অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, ‘ভারতীয় ছবি ও নাটকে তাঁর অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে’।
Be the first to comment