অপমানিত বোধ করছেন, পদ থেকে ইস্তফা দেওয়ার ইচ্ছাপ্রকাশ সৌমিত্রর

Spread the love

পদ থেকে ইস্তফা দেওয়ার ইচ্ছাপ্রকাশ করলেন যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ । BJYM-এর অফিশিয়াল গ্রুপে সৌমিত্র খাঁ এই বিষয়ে একটি পোস্ট করেন । তারপরই গ্রুপ ছেড়ে বেরিয়ে যান । যদিও আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে কিছু জানাননি তিনি । দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে ইস্তফাপত্র পাঠাননি বলে বিজেপি সূত্রে খবর।

যুব মোর্চার সমস্ত জেলা কমিটি ভেঙে দেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । এরপরই দলের সঙ্গে দূরত্ব তৈরি হয় সৌমিত্রর। আজ যুব মোর্চার হোয়াটসঅ্যাপ গ্রুপে সৌমিত্র লেখেন, “শুভ মহাষ্টমী। সকলে ভাল থাকবেন। আপনাদের খুবই সহযোগিতা পেয়েছি। আমি চাই বিজেপি-কে সরকারে আনতে । আমার হয়ত অনেক ভুল ছিল । যাতে দলের ক্ষতি হচ্ছিল । তাই আমি ইস্তফা দেব।

যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁ এই বিষয়ে বলেছেন, পুজোর পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেব। অফিশিয়ালি কোনও ইস্তফা আমি দিইনি। আমার তৈরি জেলা কমিটি আমাকে না জানিয়ে ভাঙা হয়েছে। আমি অপমানিত বোধ করেছি। তবে এই বিষয়টা দলীয় স্তরে আলোচনা করব।” ইস্তফা দেওয়ার পোস্টটি যে তাঁরই করা, তা স্বীকার করে নেন সৌমিত্র ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*