শুভেন্দু অধিকারীর হাত ধরে শাহী সভায় পদ্ম পতাকা ধরেছিলেন বর্ধমান পূর্বের ‘তৃণমূল সাংসদ’ সুনীল মণ্ডল। জল্পনা চলছিল আরও অনেক নাম নিয়েই। নজরে ছিল হাওড়া। বিশেষ করে ‘বেসুরো’ রাজীব বন্দ্যোপাধ্যায় এবং পদত্যাগী মন্ত্রী লক্ষ্মীকে নিয়ে সেই জল্পনা আরও চরমে ওঠে।
এরই মধ্যে বুধবার হাওড়া ময়দানে বিজেপির যোগদান মেলায় এসে কার্যত বোমা ফাটালেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। দিলীপ ঘোষ, মুকুল রায় এবং অর্জুন সিংদের সামনেই সৌমিত্রর ঘোষণা, ‘বিজেপিতে যোগ দিচ্ছেন হাওড়ার তৃণমূল সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়।’
এদিন তিনি বলেন, একজন ক্রিকেটার আগেই চলে গিয়েছেন এবার ফুটবলারও থাকবে না। বিজেপিতে চলে আসবে। অর্জুন পুরস্কার প্রাপক প্রসূন বন্দ্যোপাধ্যায়ের নাম করেই তিনি বলেন, ‘ফুটবলারও বিজেপিতে আসবে।’
সৌমিত্রর এই বিস্ফোরক মন্তব্যের পর প্রসূন বন্দ্যোপাধ্যায়কে ফোন করা হলে তিনি ফোন ধরেননি।
Be the first to comment