সম্প্রতি রাষ্ট্রসংঘের সাধারণ সমাবেশে ভারতকে পরমাণু যুদ্ধের হুঁশিয়ারি। যার পরিপ্রেক্ষিতে পাক প্রধানমন্ত্রীর সমালোচনায় মুখর হয় এক মার্কিনি সংবাদমাধ্যমের সঞ্চালক। বৃহস্পতিবার টুইটারে সেই ভিডিও পোস্ট করে জাতীয় দলের প্রাক্তন ওপেনার বীরেন্দ্র সেহওয়াগ লেখেন, দিনকয়েক আগে রাষ্ট্রসংঘে তাঁর ভাষণের মধ্যে দিয়ে মানুষটি নিজেই নিজেকে অপমান করার বিভিন্ন রাস্তা খুলে দিয়েছেন।
আর জাতীয় দলের প্রাক্তন সহযোদ্ধার পোস্ট করা এই ভিডিও দেখে চুপ থাকতে পারলেন না প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। রাষ্ট্রসংঘের পোডিয়ামে দাঁড়িয়ে পাক প্রধানমন্ত্রীর হুঁশিয়ার বার্তাকে ‘আবর্জনা’ বলে অভিহিত করলেন প্রাক্তন ভারত অধিনায়ক। একইসঙ্গে জানালেন, প্রাক্তন ক্রিকেটার এই ইমরানকে বিশ্ব চেনে না।
পাক প্রধানমন্ত্রীকে তিরস্কার করে সেহওয়াগের টুইটের প্রত্যুত্তরে মহারাজ টুইটারে লেখেন, ‘বীরু ভিডিওটি দেখে আমি হতবাক। এমন ভাষণ না শোনাই শ্রেয়। সারা বিশ্বজুড়ে যখন শান্তি প্রয়োজন আর দেশ হিসেবে পাকিস্তানে যখন শান্তির বার্তা ছড়িয়ে পড়া সবচেয়ে বেশি প্রয়োজন সেই সময় দেশের প্রধানমন্ত্রী হিসেবে এমন নোংরা বুলি আওড়াচ্ছেন ইমরান খান। এই ক্রিকেটারকে বিশ্ব চেনে না।
সম্প্রতি রাষ্ট্রসংঘের মঞ্চে দাঁড়িয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর ভাষণে দেশের অর্থনৈতিক অগ্রগতি এবং তাঁর নেতৃত্বে দেশ কীভাবে এগিয়েছে এই সমস্ত বিষয়গুলি তুলে ধরেন। কিন্তু পাক প্রধানমন্ত্রী রাষ্ট্রসংঘের পোডিয়ামকে বেছে নেন কাশ্মীরে আর্টিকল ৩৭০ রদ ইস্যুতে ভারতকে প্রচ্ছন্ন হুমকি দেওয়ার মঞ্চ হিসেবে। রাষ্ট্রসংঘে দাঁড়িয়েই কাশ্মীর ইস্যুতে ভারতকে পরমাণু যুদ্ধের হুমকি দেন পাক প্রধানমন্ত্রী।
উল্লেখ্য, গত ৫ অগাস্ট আর্টিকল ৩৭০ রদ করে জম্মু এবং কাশ্মীরকে দু’টি আলাদা ইউনিয়ন টেরিটোরি হিসেবে ঘোষণা করা হয়। লাদাখ ও জম্মু-কাশ্মীর হিসেবে আত্মপ্রকাশ করে দু’টি ইউনিয়ন টেরিটরি।
Be the first to comment