নিয়মমাফিক সৌরভ গঙ্গোপাধ্যায়ের করোনা টেস্ট করানো হয়েছিল ৷ তবে আশার কথা, প্রাক্তন ভারত অধিনায়ক তথা বর্তমান বিসিসিআই প্রেসিডেন্টের কোভিড-১৯ টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছে ৷
শুক্রবারই লালারসের রিপোর্ট হাতে পেয়েছেন মহারাজ। তাঁর সঙ্গে এ ব্যাপারে যোগাযোগ করা না-গেলেও ঘনিষ্ঠমহল সুত্রে গিয়েছে সৌরভের করোনা টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছে ৷ গত সপ্তাহে সৌরভের দাদা তথা সিএবি সচিব স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের করোনা আক্রান্তের খবর সামনে আসে ৷ এখনও হাসপাতালে ভর্তিও রয়েছেন স্নেহাশিস ৷ তবে সিএবি সচিবের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে। কিন্তু স্নেহাশিসের করোনা রিপোর্ট পজিটিভ আসার পর থেকেই হোম কোয়ারেন্টাইনে চলে সৌরভ ও তাঁর পরিবারের সদস্যরা।
লকডাউনের সময় থেকেই বাড়িতে রয়েছেন মহারাজ ৷ কিন্তু সিএবি-তে কাজ করতে গিয়েছিলেন দাদা স্নেহাশিস ৷ তাঁর করোনা আক্রান্তের খবরে বেহালায় বীরেন রায় রোডের পাশপাশি ক্রিকেটমহলে আশঙ্কার মেগ জমতে থাকে৷ কারণ একই বাড়িতে থাকেন প্রাক্তন ভারত অধিনায়ক তথা বর্তমান বোর্ড প্রেসিডেন্ট সৌরভ৷ নিজেকে হোম কোয়ারেন্টাইনে রাখলেও করোনা টেস্ট করানোর সিদ্ধান্ত নেন ভারতের অন্যতম সফর অধিনায়ক ৷ শুক্রবার রাতেই সৌরভের রিপোর্ট নেগেটিভ আসায় গঙ্গোপাধ্যায় পরিবারের পাশাপাশি ক্রিকেটমহলে স্বস্তি নেমে আসে ৷
হোম কোয়ারেন্টাইনে থেকে আইসিসি ও বোর্ডের গুরুত্বপূর্ণ বৈঠকে বাড়ি থেকেই ভিডিও কনফারেন্সে অংশ নিয়েছিলেন বিসিসিআই প্রেসিডেন্ট ৷ সোমবারই আইসিসি-র বোর্ড মিটিংয়ে চলতি বছর অস্ট্রেলিয়ার মাটিতে টি-২০ বিশ্বকাপ পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় ৷ তার পরই বিসিসিআই চলতি বছর আইপিএল করার সিদ্ধান্ত নেয়৷ শুক্রবারই আইপিএল চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল জানিয়ে দেন আইপিএলের ত্রয়োদশ সংস্করণ হবে সংযুক্ত আরব আমিরশাহীতে ৷ আইপিএল শুরু হবে ১৯ সেপ্টেম্বর আর ফাইনাল ৮ নভেম্বর ৷
Be the first to comment