মেডিক্যাল বোর্ডের সঙ্গে আলোচনা সৌরভের পরিবারের

Spread the love

সৌরভ গঙ্গোপাধ্যায়ের শারীরিক অবস্থার ক্রমশ উন্নতি হচ্ছে৷ ভারতীয় ক্রিকেট দলর প্রাক্তন অধিনায়ক তথা বর্তমান বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভের চিকিৎসায় ৯ জন বিশেষজ্ঞকে নিয়ে মেডিক্যাল বোর্ড তৈরি করা হয়েছে৷ মহারাজের চিকিৎসা সংক্রান্ত বিষয় নিয়ে এই বোর্ডই যাবতীয় বিষয়ে তদারকি করছে৷ মঙ্গলবার সৌরভকে দেখতে কলকাতায় আসছেন দেশের অন্যতম সেরা হার্ট বিশেষজ্ঞ দেবী শেঠি৷

সোমবার মেডিক্যাল বোর্ডের সদস্যদের সঙ্গে কথা বলবেন সৌরভের পরিবারের সদস্যরা৷ এদিন সকাল ৮টায় উডল্যান্ড হাসপাতালের তরফে যে ক্লিনিক্যাল আপডেট দেওয়া হয়েছে, তাতে বলা হয়েছে সৌরভের শারীরিক অবস্থা আগের থেকে উন্নতি হয়েছে৷ সকাল ১১টায় ৯ সদস্যের মেডিক্যাল বোর্ড পরিবারের সঙ্গে জরুরি বৈঠকে বসবে বলে পরিবার সুত্রে জানা গিয়েছে৷

হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, মহারাজের বাইপাস সার্জারি করা হবে না৷ শনিবার একটি স্টেন্ট বসানো হয়৷ আরও দু’টি স্টেন্ট বসানো হবে বলেও হাসপাতাল সুত্রে জানানো হয়েছে৷ যে ধমনীতে বেশি ব্লকেজ ছিল, তা এখন পুরোপুরি মুক্ত৷ আগামী দুদিন চিকিত্সকদের পর্যবেক্ষণেই রাখা হবে প্রাক্তন ভারত অধিনায়ককে৷ তবে দেবী শেঠির পর্যবেক্ষণের পর সৌরভের পরবর্তী চিকিৎসা নিয়ে সিদ্ধান্ত হবে বলেও জানা গিয়েছে৷ মঙ্গলবার সকালে বেঙ্গালুরু থেকে চার্টার্ড ফ্লাইটে তাঁর টিম নিয়ে আসছেন এই বিশেষজ্ঞ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*