অমৃতা ঘোষ:-
আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের এই মর্মান্তিক ও পাশবিক অত্যাচারের পরিণতিতে সারা রাজ্যে উঠেছে ন্যায়বিচারের জন্য আন্দোলনের ঝড়। এই ঘটনায় আঁতকে উঠেছেন সাধারণ মানুষ। একই অনুভূতি ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক তথা কলকাতার গর্ব সৌরভ গঙ্গোপাধ্যায়ের। তিনি এই ঘটনাকে ভয়ানক অ্যাখ্যা দিয়েছেন।
রবিবার কলকাতায় এক অনুষ্ঠানে সৌরভ গাঙ্গুলি সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুখ খুলেছেন। এই বিষয়টিতে মনের দিক থেকে প্রচণ্ড আহত হয়েছেন। সৌরভ ওই অনুষ্ঠানে জানিয়েছেন, ‘‘এমন ঘটনা খুবই দুর্ভাগ্যের। সরকারের কড়া পদক্ষেপ নেওয়া উচিত। এর বিরুদ্ধে কড়া শাস্তির ব্যবস্থা নিতেই হবে। আগামী দিনে কেউ যাতে এমন ঘটনা ঘটানোর আগে চিন্তা করে।’’
মহারাজ আরও বলেছেন, ‘‘সত্যিই ভয়ানক এই ঘটনা। এটা থেকেই প্রমাণিত, সব জায়গায় সব কিছু সম্ভব। তাই সব জায়গায় সিসিটিভি ক্যামেরা, নিরাপত্তা ব্যবস্থা রাখা উচিত। এটা যে কোনও জায়গায় হতে পারে। ঘটনাচক্রে হাসপাতালে ঘটেছে। এটা একেবারেই ঠিক হয়নি, বড় ভুল।’’
Be the first to comment