ভারতীয় বোর্ডের মসনদে সৌরভ গঙ্গোপাধ্যায়। মুম্বইয়ে রবিবার বিসিসিআইয়ের বৈঠক ঘিরে দিনভর নাটক চলার পর অবশেষে খবর, বোর্ডের পরবর্তী প্রেসিডেন্ট হতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়ই। সর্বসম্মতিতে মনোনয়নের জন্য সৌরভের নাম পেশ করা হয়েছে। আগামী ২৩ অক্টোবর, বোর্ড প্রেসিডেন্ট পদের দায়িত্ব নিতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। পাশাপাশি সচিব পদের জন্য বেছে নেওয়া হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পুত্র জয় শাহকে।
রবিবার মুম্বইয়ে বোর্ডের বেসরকারি সভায় নতুন প্রেসিডেন্ট হওয়ার ব্যাপারে প্রথমে তিনিই ছিলেন ফেভারিট। তার পরে হঠাৎই কেমন যেন সব বদল হতে শুরু করে। রাত সাড়ে দশটা পর্যন্তও সৌরভের প্রেসিডেন্ট হওয়ার কোনও আশাই প্রায় ছিল না। কারণ সেসময় খবর ছিল বোর্ডের পরবর্তী প্রেসিডেন্ট হচ্ছেন শ্রীনিবাসন সমর্থিত প্রাক্তন ভারতীয় ক্রিকেটার এবং কর্ণাটক ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতি ব্রিজেশ প্যাটেল। কিন্তু দিল্লিতে অমিত শাহের সঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বৈঠকের পরই ছবিটা পুরোপুরি পাল্টে যায় ৷ শেষপর্যন্ত ঠিক হয়, সৌরভই বিসিসিআইয়ের পরবর্তী প্রেসিডেন্ট হচ্ছেন এবং অমিত পুত্র জয় শাহ হচ্ছেন সচিব ৷ গুজরাত ক্রিকেট সংস্থায় গুরুত্বপূর্ণ পদে অনেকদিন ধরেই রয়েছেন জয় ৷
তবে সৌরভ যদি বোর্ডের প্রেসিডেন্ট হন, তাহলে তাঁর প্রথম লক্ষ্য়ই থাকবে ঘরোয় ক্রিকেট। জানিয়ে দিয়েছেন দেশের সর্বকালের অন্য়তম সেরা অধিনায়ক। সৌরভ বলেছেন, “প্রথম শ্রেণির ক্রিকেটই হবে আমার প্রাধান্য়। আমি এ বিষয়ে সিওএ-কে বলেছিলাম। কিন্তু তারা কর্ণপাত করেনি। আমার ফোকাস থাকবে রঞ্জি ট্রফির ওপর। ক্রিকেটারদের অর্থনৈতিক দিকটার কথাও ভেবে দেখতে হবে।
সৌরভ খুশি হয়েছেন এটা ভেবে যে, তিনি বোর্ড প্রেসিডেন্ট হতে চলেছেন। তাঁর বক্তব্য়, “আমি এই নিয়োগ নিয়ে খুশি। এখানে বিসিসিআই-এর ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়নি। আমার কাছে এটা দুর্দান্ত সুযোগ হতে চলেছে। বিশাল দায়িত্বের কাজ হবে। বিসিসিআই বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় সংগঠন। ভারতীয় ক্রিকেটের পাওয়ারহাউস। কাজটা চ্য়ালেঞ্জিং। সৌরভ যদিও বোর্ড প্রেসিডেন্ট হওয়ার থেকেও ভারতীয় দলের অধিনায়কত্বকে অনেক এগিয়ে রাখছেন। তাঁর সংযোজন, “ভারতের অধিনায়ক হওয়ার অনুভূতির সঙ্গে কিছুর তুলনা হয় না। আমি কখনও ভাবিনি যে, বোর্ড প্রেসিডেন্ট হব।”
Be the first to comment