জীবন বিশ্বাসের উপর নির্ভর করে! সবাই পুরস্কৃত হয়, প্রত্যাখ্যাত হয়: সৌরভ গঙ্গোপাধ্যায়

Spread the love

সম্প্রতি BCCI প্রেসিডেন্ট পদে সৌরভ গঙ্গোপাধ্যায়ের পরিবর্তে রজার বিনি-কে সভাপতি পদে নিযুক্ত করা নিয়ে তোলপাড় গোটা বিশ্ব। বাংলার মহারাজের ভক্ত থেকে শুরু করে বিভিন্ন উচ্চ পদস্থ ব্যক্তিত্বের অধিকাংশ নারাজ এই সিদ্ধান্তে। বৃহস্পতিবার বন্ধন ব্যাংক আয়োজিত একটি সম্মেলনে এই প্রথমবার মুখ খুললেন সৌরভ। মূলত বন্ধন ব্যাংকের চিফ এক্সিকিউটিভ অফিসার চন্দ্রশেখর ঘোষের অনুরোধে বৃহস্পতিবার বেলা ১১টা ৪৫ নাগাদ কলকাতার এক অভিজাত হোটেলে উপস্থিত হন জাতীয় ক্রীড়া আইকন সৌরভ। মহারাজ বলেন, জীবন বিশ্বাসের উপর নির্ভর করে! সবাই পুরস্কৃত হয়, প্রত্যাখ্যাত হয় কারণ এটাই জীবনের বৃত্ত। শচীন থেকে নরেন্দ্র মোদী, চন্দ্রশেখর ঘোষ থেকে আম্বানি কেউই একদিনে বড় হননি।

বিজেপিতে যোগদান না করা নিয়ে যে বিতর্ক উঠে এসেছে তবে কি তারই খেসারত দিতে হল দাদাকে? সেই প্রশ্নেই উত্তাল দেশের রাজনীতি। তবে এদিন এসব বিষয়ে মুখ খোলেন নি সৌরভ। খুব সহজ ভাষায় উনি আবারও বুঝিয়ে দিলেন কেন উনি বাংলার মহারাজ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*