২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সূচনা হল বৃহস্পতিবার নেতাজি ইনডোর স্টেডিয়ামে। দেশের এবং বাংলার বিভিন্ন শিল্পীরা উপস্থিত ছিলেন এখানে। তার মধ্যেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের এই বক্তব্য মন ছুঁয়ে গেল সকলের। এবারের উৎসবে অমিতাভ বচ্চনকে আলাদা সম্মান প্রদান করা হচ্ছে কারণ বিগ বি এই বছর ৮০ বছর পূরণ করেছেন।
এদিনের এই কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চ থেকে সৌরভ বলেন, ‘আমি যে খেলার সঙ্গে যুক্ত, সেখানে সেঞ্চারির একটি আলাদা গুরুত্ব আছে। সেঞ্চুরির সংখ্যাটিকে আলাদা করে প্রাধান্য দেওয়া হয়।’ তিনি বলেন, ‘অমিতাভ আশিতে পৌঁছেছেন ঠিকই, কিন্তু আমরা সবাই চাই, তিনি তাঁর সেঞ্চুরি পর্যন্ত এভাবেই কাজ করে যান। এভাবেই যেন তিনি বিনোদন জগতকে সমৃদ্ধ করে যান।’ ঠৌঁটের কোণে হাসি দিয়ে অমিতাভও ধন্যবাদ জানান মহারাজকে।
Be the first to comment