নবান্নে মমতার সঙ্গে সাক্ষাৎ সৌরভের

Spread the love

মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে নবান্নে দেখা করলেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা মহারাজের এই সাক্ষাৎ নিয়ে জল্পনা ছড়িয়েছে ৷ প্রথমে মনে করা হয়েছিল, ইডেন গার্ডেন্সে আইপিএল-এর প্লে অফ ম্যাচের বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ। কিন্তু এদিন নবান্নে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আইপিএল নিয়ে তাঁদের মধ্যে কোনও কথা হয়নি ৷ রাজ্যের তরফে সিএবিকে স্টেডিয়াম তৈরির জন্য জমি দেওয়া হয়েছে ৷ কিন্তু সেখানে জলাজমি থাকায় কিছু সমস্যা হচ্ছে, সেই বিষয়ে তাঁর সঙ্গে সৌরভের কিছু কথা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ ডুমুরজলায় রাজ্যের দেওয়া জমিতে সিএবির ক্রিকেট স্টেডিয়াম হওয়ার কথা ৷ তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রীর আসনে বসার পর এই প্রথম মুখোমুখি সাক্ষাৎ হল মমতা-সৌরভের ৷

দু’বছর পর ইডেনে ফিরতে চলেছে আইপিএল। ২৪ মে প্রথম কোয়ালিফায়ার হওয়ার কথা ইডেনে। পরের দিন অর্থাৎ ২৫ মে হবে এলিমেনেটর। এই দুই ম্যাচেই ইডেনে ১০০ শতাংশ দর্শক আসন ভরাতে চাইছে বিসিসিআই ৷ রাজ্যের কোভিড পরিস্থিতি এখন অনেকটাই ভাল হলেও গোটা ইডেন ভরাতে হলে রাজ্য সরকারের অনুমোদন প্রয়োজন। এর আগে, সাম্প্রতিক সময়ে ইডেনে যে দু’টি আর্ন্তজাতিক ম্যাচ হয়েছে সেখানে ৭৫ শতাংশ দর্শক নিয়ে খেলার অনুমতি ছিল ৷

ইতিমধ্যেই প্লে-অফের ম্যাচের জন্য ইডেনের পরিকাঠামো খতিয়ে দেখে গিয়েছেন বিসিসিআই-এর প্রতিনিধিরা। সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া, সচিব স্নেহাশিস গঙ্গোপাধ্যায়, যুগ্মসচিব দেবব্রত দাসের সঙ্গে বৈঠক করেন তাঁরা। অভিষেক ইতিমধ্যেই জানিয়েছেন, এই বৈঠক ফলপ্রসূ হয়েছে। দেশের কয়েকটি অংশে ফের কিছুটা বেড়েছে করোনা সংক্রমণ ৷ কোভিডের চতুর্থ ঢেউয়ের আশঙ্কা করা হচ্ছে ৷ আইপিএলের অন্দরেও ছোবল মেরেছে করোনা। এই পরিস্থিতিতে সতর্ক থাকতে চাইছে বিসিসিআই।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*