অক্সফোর্ডে মুখ্যমন্ত্রীর ঐতিহাসিক ভাষণ শুনতে যাচ্ছেন সৌরভ..

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- গত শনিবার কলকাতা থেকে লন্ডনের উদ্দেশে রওনা দেন মুখ্যমন্ত্রী তারপর দুবাই হয়ে রবিবার দুপুরে লন্ডন পৌঁছন তিনি। বাকিংহ্যাম প্যালেসের কাছে সেন্ট জেমস কোর্ট হোটেলে রয়েছেন তিনি। তাঁর এই সফরে সঙ্গে গিয়েছেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ, শিল্প সচিব বন্দনা যাদব, মুখ্যমন্ত্রীর দফতরের বিশেষ সচিব গৌতম সান্যাল, ডিরেক্টরেট অফ সিকিউরিটি পীযূষ পাণ্ডে।
আগামী ২৭ মার্চ বৃহস্পতিবার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেবেন বাংলার মুখ্যমন্ত্রী। সূত্র মারফৎ জানা যাচ্ছে, ওই ঐতিহাসিক ভাষণ শুনতে অক্সফোর্ড যাচ্ছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত স্নেহের পাত্র হলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সম্প্রতি রাজ্যের শিল্পমহলে নাম লিখিয়েছেন তিনি। বাংলার বুকে কারখানা নির্মাণ করে কর্মসংস্থানে উদ্যোগী হয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক। এবার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে মুখ্যমন্ত্রীর ভাষণ শুনতে সৌরভ বিলেত যাচ্ছেন।
জানা যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা তথা মুখ্যমন্ত্রীর ভাতৃবধু লতা বন্দ্যোপাধ্যায়ও এই সফরে সঙ্গে গিয়েছেন।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সফরে রয়েছে একগুচ্ছ কর্মসূচি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*