এখনই বসানো হচ্ছে না বাকি দু’টি স্টেন্ট, সম্ভবত বুধবার বাড়ি ফিরছেন সৌরভ

Spread the love

সম্ভবত বুধবার হাসপাতাল থেকে ছুটি পাচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ তবে আপাতত তাঁর বাকি দু’টি আর্টারিতে স্টেন্ট বসানো হচ্ছে না ৷ বিশিষ্ট হৃদরোগ চিকিৎসক দেবী শেট্টির সঙ্গে আলোচনার পরই এই সিদ্ধান্ত নিয়েছেন উডল্যান্ডস হাসপাতালের চিকিৎসকরা ৷

উডল্যান্ডস হাসপাতালের তরফে এ দিন মেডিক্যাল বুলেটিনে জানানো হয়, জুম ভিডিওকলে দেবি শেট্টি, রমাকান্ত পান্ডে সহ একাধিক বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে এ দিন ৯ সদস্যের মেডিক্যাল বোর্ডের আলোচনা হয় ৷ নিউ ইয়র্কের এক বিশেষজ্ঞ চিকিৎসক স্য়ামুয়েল ম্য়াথিউ সেই বৈঠকে যোগ দেন ৷ তাতে সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছে, হৃদরোগে আক্রান্ত হওয়ার পর প্রাথমিক যে চিকিৎসা হয়েছে তা যথাযথ ৷ আপাতত সৌরভ গঙ্গোপাধ্যায় ভাল আছেন ৷

তবে যে ধমনীটি সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল, সেটিও এখন ঠিকঠাক কাজ করছে ৷ ফলে সব চিকিৎসকরা মিলে সিদ্ধান্ত নিয়েছেন, তাঁর বাকি দু’টি ধমনীতে কিছুদিন পরে স্টেন্ট বসানো হবে ৷ হাসপাতালের চিকিৎসকরাই বাড়ি গিয়ে নিয়মিত তাঁর শারীরিক অবস্থার উপরে নজর রাখবেন ৷

হাসপাতালের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার দেবী শেট্টি কলকাতায় এসে সৌরভকে পরীক্ষা করে দেখবেন ৷ তার পরেই তাঁর ছুটির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে ৷ সম্ভবত বুধবার তাঁকে ছুটি দিয়ে দেওয়া হবে ৷ তবে বিসিসিআই প্রেসিডেন্টের বাকি দু’টি ধমনীতে অ্যাঞ্জিওপ্লাস্টি করতেই হবে ৷ বাড়ি ফেরার পর তাঁর শারীরিক অবস্থা খতিয়ে দেখে বাকি দু’টি স্টেন্ট বসানোর বিষয়ে সিদ্ধান্ত নেবেন চিকিৎসকরা ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*