দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমার পদত্যাগ

Spread the love

ক্রমাগত রাজনৈতিক চাপের মুখে অবশেষে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমা বুধবার সন্ধ্যায় টেলিভিশন জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে পদত্যাগের ঘোষণা করেন। টেলিভিশনে দেওয়া দীর্ঘ ভাষণের শেষে তিনি পদত্যাগের ঘোষণা করেছেন তবে তিনি দাবি করেছেন তাঁর কোনো ভুল নেই। তিনি বলেছেন পদত্যাগ করার কোনও কারণ আছে বলে তিনি মনে করেন না। তার দল এএনসি তার সাথে ভালো আচরণ করেনি এবং যেভাবে পদত্যাগের জন্যে তাঁকে জোর করে সময়সীমা বেঁধে দিয়েছে তা অন্যায় বলে তিনি দাবি করেন। ৭৫ বছর-বয়সী জ্যাকব জুমার ওপর ক্রমাগত চাপ বাড়ছিল এএনসির দলের তরফ থেকে, কারণ হিসাবে দলের নতুন নেতা সিরিল রামাফোসার হাতে দায়িত্ব তুলে দিয়ে হবে এবং নিজে থেকে সরে দাঁড়ানোর জন্য। এই পরিস্থিতিতে জুমার দল ক্ষমতাসীন এএনসি জানিয়েও দিয়েছিল যে জুমা বুধবারের মধ্যেই যদি পদ থকে সরে না দাঁড়ায় তাহলে তাঁর বিরুদ্ধে বৃহস্পতিবার সংসদে অনাস্থা প্রস্তাব আনা হবে। জ্যাকব জুমা ২০০৯ সাল থেকে রাষ্ট্র-ক্ষমতায় ছিলেন। তবে নানা রকম দুর্নীতির অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। তবে সব অভিযোগকে নস্যাৎ করে তিনি ভাষনে জানান, তিনি তার সাধ্যমত দেশের মানুষের জন্য কাজ করেছেন।
মি: জুমার পদত্যাগের পর এএনসির পক্ষ থেকে এক বিবৃতি প্রকাশ করে বলা হয়েছে, তাঁর পদত্যাগে ‘দক্ষিণ আফ্রিকার মানুষের জীবনে নিশ্চয়তা ফিরেছে’। এখন তাঁর জায়গায় অস্থায়ী প্রেসিডেন্ট হিসাবে কার্যভার গ্রহন করবেন বর্তমান ডেপুটি প্রেসিডেন্ট মি রামাফোসাই। এই মুহুর্তে দেশের অর্থনীতি চরম দুর্দশার মধ্য দিয়ে যাচ্ছে, আর এই সময়ই জুমা সরে যতে বাধ্য হলেন। এএনসি’র নতুন নেতা মি: রামাফোসা বলেছেন দক্ষিণ আফ্রিকার অর্থনীতিকে পুনর্জীবিত করাই এখন তার মূল অগ্রাধিকার । বেকারত্ব সমস্যা, বিনিয়োগ বাড়ানো এবং দলকে ঐক্যবদ্ধ করাও তাঁর সামনে এখন চ্যালেঞ্জ হিসেবে থাকবে।
ফাইল ছবি

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*