লুকিয়ে গণ্ডার শিকার করতে ক্ষুধার্ত সিংহের আক্রমণে প্রাণ গেল ৩ চোরাশিকারির

Spread the love

প্রবাদেই আছে, লোভে পাপ আর পাপে মৃত্যু। একদম অক্ষরে অক্ষরে মিলে গেল সেই কথা। লুকিয়ে গণ্ডার শিকার করতে ক্ষুধার্ত সিংহের আক্রমণে প্রাণ গেল ৩ চোরাশিকারির। ঘটনাটি ঘটেছে দক্ষিণ আফ্রিকার দক্ষিণ–পূর্বে অবস্থিত সিবুয়া গেম নামের একটি সংরক্ষিত বনাঞ্চলে। জানা গেছে, বেপোরোয়া ভাবে সিংহের বিচারণ ক্ষেত্রে ঢুকে পড়েছিল এক দল চোরাশিকারি। দলে কতজন ছিল তা সঠিক ভাবে জানা যায়নি। আর পড়বি পড় একেবারে ক্ষুধার্ত সিংহের সামনেই। শাস্তিও মেলে হাতেনাতে। একসময় বনরক্ষীদের নজরে পড়ে মৃতদেহ ৩টি। তখনও সেগুলো আগলে বসেছিল পশুরাজ। শেষ পর্যন্ত ঘুমপাড়ানি গুলি ছুঁড়ে, দেহগুলি উদ্ধার করা হয়। প্রসঙ্গত, চোরাশিকারিদের উৎপাতে আফ্রিকার জঙ্গলগুলিতে কেবলমাত্র ২৫ হাজার গণ্ডার বেঁচে রয়েছে। গন্ডার শিকার করা একেবারেই নিষিদ্ধ। তবে এই যাত্রায় অপরাধীদের শাস্তি দিয়েছে পশুরাজ স্বয়ং।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*