দক্ষিণ এশিয়ান জুনিয়র অ্যাথেলেটিক মিটে ভারতের প্রথম দিনেই ১১টি সোনা

Spread the love

কলম্বোয় আয়োজিত দক্ষিণ এশিয়ান জুনিয়র অ্যাথেলেটিক মিটে শনিবার প্রথম দিনেই ভারতের  ১১টি সোনা, ১০টি রুপো এবং ৩টি ব্রোঞ্জ পদক। আর্শদীপ সিং পুরুষদের জুনিয়র জ্যাভলিন থ্রোতে ভারতকে প্রথম সোনা এনে দেন। তিনি ৭১.৪৭ মিটার দূরত্বে থ্রো করে এই মিটে নতুন রেকর্ড করেন। মিটে নতুন রেকর্ড করেন জুনিয়র মহিলাদের বিভাগে শট পুট ইভেন্টে ভারতের কিরণ বালিয়ান। ১৪.৭৭ মিটার থ্রো করে তিনি সোনা জেতেন। একই ইভেন্টে রূপো জেতেন ভারতের অনামিকা দাস (১৪.৫৪ মিটার থ্রো)। একই দিনে ভারতের জুনিয়ররা নতুন রেকর্ড করে পুরুষদের জাম্প, মহিলাদের ১০০মিটার হার্ডলসে এবং ১৫০০ মিটার ইভেন্টে। লোকেশ সত্যানাথন (৭.৭৪ মিটার) সোনা জেতেন লং জাম্পে। ১০০ মিটার হার্ডলসে স্বপ্না কুমারী সোনা জেতেন। ১৫০০ মিটার ইভেন্টে সোনা জেতেন দুর্গা দেওরে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*