কম উপস্থিতি নিয়ে পরীক্ষায় বসার দাবিতে ফের উত্তপ্ত সাউথ সিটি কলেজ। দিবা বিভাগের পরে এবার প্রাতঃবিভাগের পড়ুয়ারা বিক্ষোভ দেখালেন কলেজের গেটের সামনে। পরে পুলিসি হস্তক্ষেপে বিক্ষোভ উঠে যায়। বিকেলে ফের গোলপার্কের সামনে অবরোধ করেন পড়ুয়ারা। কম উপস্থিতি নিয়েই পরীক্ষায় বসার দাবি পড়ুয়াদের। প্রথমে কলেজের গেটের সামনে দাড়িয়ে পড়ুয়ারা বিক্ষোভ দেখাতে থাকেন।
এরপর কলেজের গেটের সামনে বসেই বিক্ষোভ দেখান পড়ুয়ারা। তাঁদের দাবি, পড়ুয়াদের পরীক্ষায় বসা নিয়ে রাজনীতি চলছে। অবিলম্বে তা বন্ধ করা হোক। প্রায় ৫০০ পড়ুয়া এদিন কলেজের সামনে বসে বিক্ষোভ দেখান। ঘেরাও করেন কলেজের অধ্যক্ষকেও। পরে পুলিসের হস্তক্ষেপে বিক্ষোভ উঠে যায়। প্রয়োজনে শিক্ষামন্ত্রীর দ্বারস্থ হবেন বলেও জানিয়েছেন পড়ুয়ারা।
এদিকে, যথেষ্ট ক্লাস না করেও পরীক্ষায় বসতে দেওয়ার পড়ুয়াদের দাবির দায় নিল না তৃণমূল ছাত্র পরিষদ। শনিবার, শিক্ষামন্ত্রীর পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন টিএমসিপির রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য। বৈঠকের পরে তিনি জানান, শেষ সিদ্ধান্ত নেবেন শিক্ষামন্ত্রীই।
Be the first to comment